০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

উত্তরাধুনিক: প্রাসঙ্গিক কথা

  • আপডেট সময়: ০৯:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 261

শুরু হলো নতুন করে ’উত্তরাধুনিক’ পত্রিকার যাত্রা। এই নামে ক্যানেডার টরোন্টো শহরে অবস্থান করে একটি সাহিত্য পত্রিকা কয়েকবছর ভালোই চলেছিল।

উল্লেখ্য যে, আগের সাহিত্য পত্রিকা উত্তরাধুনিকের ফেসবুক পেইজে যথেষ্ট কমেন্ট ও লাইক ছিলো।

অনলাইন ‘উত্তরাধুনিক’ ঢাকা, কলকাতা, টরোন্টো থেকে ভালোই সাড়া পেয়েছিল। বিজ্ঞাপনের অভাবটা প্রকট হয়ে দেখা দিল। একজন অবশ্য স্বল্প পরিমাণ টাকা দিয়ে অনির্দিষ্টকালের জন্য বিজ্ঞাপন চালিয়ে যেতে বললেন। ঢেঁকি গিলতে হলো। এরকম মানসিক প্রস্তুতি ছিল। মানসম্মত সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে, আর মনের তাগিদে পত্রিকাটি চালাচ্ছিলাম, টাকা উপার্জনের উদ্দেশ্যে নয়।

পত্রিকা নির্মাণের কাজ সমাপ্ত। এখন একে আপডেট করে প্রকাশ করার প্রক্রিয়া চলছে। হোঁচট খেতে হচ্ছে অনেকদিনের অনভ্যস্ততার কারণে। তবুও অর্থ যখন ব্যয় করেছি, মাথায় পত্রিকার পোকারা তাগাদা দিয়ে যাচ্ছে, সহজে হাল ছাড়া যাবে না।

আরেকটা বিষয়, উত্তরাধুনিক-এ সবধরনের খবরই প্রকাশিত হবে। তবে কোনো উদ্দেশ্যপ্রণোদিত বা একপেশে রাজনৈতিক লেখা এখানে প্রকাশিত হবে না। মতামত ও বিশ্লেষণমূলক ও গঠনমূলক লেখা সম্পাদনা সাপেক্ষ প্রকাশিত হতে পারে।

সবশেষে, যারা লেখা বা বিজ্ঞাপন দিতে আগ্রহী, অনুগ্রহ করে এই ইমেইলে যোগাযোগ করবেন: hasanzahidbd@gmail.com ঢাকা, টরোন্টো ও বিশ্বের অন্যান্য স্থানে এই পত্রিকার শুভাকাঙ্ক্ষী যারা অবস্থান করছেন, সবার সহযোগিতা কামনা করছি।

 

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

উত্তরাধুনিক: প্রাসঙ্গিক কথা

আপডেট সময়: ০৯:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

শুরু হলো নতুন করে ’উত্তরাধুনিক’ পত্রিকার যাত্রা। এই নামে ক্যানেডার টরোন্টো শহরে অবস্থান করে একটি সাহিত্য পত্রিকা কয়েকবছর ভালোই চলেছিল।

উল্লেখ্য যে, আগের সাহিত্য পত্রিকা উত্তরাধুনিকের ফেসবুক পেইজে যথেষ্ট কমেন্ট ও লাইক ছিলো।

অনলাইন ‘উত্তরাধুনিক’ ঢাকা, কলকাতা, টরোন্টো থেকে ভালোই সাড়া পেয়েছিল। বিজ্ঞাপনের অভাবটা প্রকট হয়ে দেখা দিল। একজন অবশ্য স্বল্প পরিমাণ টাকা দিয়ে অনির্দিষ্টকালের জন্য বিজ্ঞাপন চালিয়ে যেতে বললেন। ঢেঁকি গিলতে হলো। এরকম মানসিক প্রস্তুতি ছিল। মানসম্মত সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে, আর মনের তাগিদে পত্রিকাটি চালাচ্ছিলাম, টাকা উপার্জনের উদ্দেশ্যে নয়।

পত্রিকা নির্মাণের কাজ সমাপ্ত। এখন একে আপডেট করে প্রকাশ করার প্রক্রিয়া চলছে। হোঁচট খেতে হচ্ছে অনেকদিনের অনভ্যস্ততার কারণে। তবুও অর্থ যখন ব্যয় করেছি, মাথায় পত্রিকার পোকারা তাগাদা দিয়ে যাচ্ছে, সহজে হাল ছাড়া যাবে না।

আরেকটা বিষয়, উত্তরাধুনিক-এ সবধরনের খবরই প্রকাশিত হবে। তবে কোনো উদ্দেশ্যপ্রণোদিত বা একপেশে রাজনৈতিক লেখা এখানে প্রকাশিত হবে না। মতামত ও বিশ্লেষণমূলক ও গঠনমূলক লেখা সম্পাদনা সাপেক্ষ প্রকাশিত হতে পারে।

সবশেষে, যারা লেখা বা বিজ্ঞাপন দিতে আগ্রহী, অনুগ্রহ করে এই ইমেইলে যোগাযোগ করবেন: hasanzahidbd@gmail.com ঢাকা, টরোন্টো ও বিশ্বের অন্যান্য স্থানে এই পত্রিকার শুভাকাঙ্ক্ষী যারা অবস্থান করছেন, সবার সহযোগিতা কামনা করছি।