০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

‘আয়নাঘর’ ঘুরে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

  • আপডেট সময়: ১০:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 100

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস বুধবার আয়নাঘর পরিদর্শন করেছেন। তিনি আয়নাঘর তথা নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‌্যাবএর সিপিসিএর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন। সময় সেলগুলোতে নির্যাতনের নানা উপকরণ দেখা গেছে।

ভারতীয় সাংবাদিক অর্ক দেব

বাংলাদেশের আয়নাঘর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। আজ দুপুরে আয়নাঘরে পাওয়া মেটাল চেয়ারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে) ‘‘হাই ভ্যালু’’ বন্দীদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার।

অর্ক দেব আরও লেখেন, ‘ডিজিএফআইএর কাউন্টার টেরোরিজম ইন্টিলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে।

অর্ক দেব ভারতের পশ্চিমবঙ্গের একজন সাংবাদিক। বর্তমানে তিনি ইনস্ক্রিপ্টডটমি নামের একটি নিউজপোর্টালের সম্পাদক। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার নিউজ এইট্টিন, এবেলা, এশিয়ানেট নিউজে কাজ করেছেন।

পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্ক দেবকে নানা সময় বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে লিখতে কথা বলতে দেখা গেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তার নিজস্ব নিউজপোর্টাল ইনস্ক্রিপ্টডটমিতে। বাংলা কাগজ, টরোন্টো

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

‘আয়নাঘর’ ঘুরে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

আপডেট সময়: ১০:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস বুধবার আয়নাঘর পরিদর্শন করেছেন। তিনি আয়নাঘর তথা নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‌্যাবএর সিপিসিএর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন। সময় সেলগুলোতে নির্যাতনের নানা উপকরণ দেখা গেছে।

ভারতীয় সাংবাদিক অর্ক দেব

বাংলাদেশের আয়নাঘর নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। আজ দুপুরে আয়নাঘরে পাওয়া মেটাল চেয়ারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে) ‘‘হাই ভ্যালু’’ বন্দীদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার।

অর্ক দেব আরও লেখেন, ‘ডিজিএফআইএর কাউন্টার টেরোরিজম ইন্টিলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলোতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে।

অর্ক দেব ভারতের পশ্চিমবঙ্গের একজন সাংবাদিক। বর্তমানে তিনি ইনস্ক্রিপ্টডটমি নামের একটি নিউজপোর্টালের সম্পাদক। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার নিউজ এইট্টিন, এবেলা, এশিয়ানেট নিউজে কাজ করেছেন।

পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্ক দেবকে নানা সময় বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে লিখতে কথা বলতে দেখা গেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তার নিজস্ব নিউজপোর্টাল ইনস্ক্রিপ্টডটমিতে। বাংলা কাগজ, টরোন্টো