চ্যাম্পিয়নস ট্রফিতে আগুন ঝরাতে প্রস্তুত হচ্ছিলেন লকি ফার্গুসন। কিন্তু টুর্নামেন্ট শুরুর একদিন আগে তার আগুন নিভে যাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি নিউজিল্যান্ডের পেসার। পায়ের চোট ‘পানি’ হয়ে তার আগুন নিভিয়ে দিয়েছে।
একদিন পরেই করাচিতে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বল হাতে আগুন ঝরানোর স্বপ্ন বুনছিলেন তা চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই শেষ হয়েছে ফার্গুসনের।
ডান পায়ের চোটে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ফার্গুসনকে ‘নেতা’ মেনেই দলের বোলিং পরিকল্পনা সাজাচ্ছিলেন কোচ গ্যারি স্টিড। কিন্তু সেই আশায় গুঁড়েবালি। শিষ্যকে হারিয়ে তাই হতাশ কোচ বলেছেন, ‘লকির (ফার্গুসন) জন্য সত্যি দুঃখ হচ্ছে।
আমাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র লকি। বড় টুর্নামেন্টগুলোয় তার খেলার অভিজ্ঞতা আমাদের কাজে আসত। আরেকটি মেজর টুর্নামেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে সে কতটা মুখিয়ে ছিল তা আমরা জানি। দ্রুতই সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।
আরো পড়ুন
https://www.jugerpata.com/champions-trophy-2025-schedule/
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলেই ত্রিদেশীয় সিরিজে খেলেননি ফার্গুসন। যেন সুস্থ হয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারেন ৩৩ বছর বয়সী পেসার। কিন্তু এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও টুর্নামেন্টে আর হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-২০ খেলার সময় ডান পায়ে চোট পেয়েছিলেন তিনি।
ফার্গুসনের বদলি হিসেবে কাইল জেমিনসনকে দলে নিয়েছে কিউইরা।
সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী দের্ঘদেহী পেসার। ফার্গুসনের আগে আরেক পেসার বেন সিয়ার্সকেও হারিয়েছে কিউইরা। তার বদলে দলে জায়গা পেয়েছেন জ্যাকব ডাফি।