
বিশ্ব নারী দিবস আজ। কিন্তু এই ২০২৫ এ এসেও প্রতিনিয়ত শারীরিক কিংবা মানসিক নারী নির্যাতনের কথা শুনতে পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে দেশেও এ ধরনের নারী সহিংসতা বেড়েছে। দেশের গুণী কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।
তিনি মানবজমিনকে বলেন, নারীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য কিংবা কাঁধে কাঁধ রেখে চলার জন্য আসলে দিবসের প্রয়োজন হয় না। এটা সম্পূর্ণই নিজের ওপর নির্ভর করে। তবে বর্তমানে দেশে নারীর প্রতি যে সহিংসতার ঘটনা ঘটছে, সেটা গা শিউরে দেয়। গত কিছুদিনে বেশ কিছু ধর্ষণ, শ্লীলতাহানি, ইভটিজিংয়ের খবর দেখেছি। আঁৎকে উঠেছি। পাশাপাশি এসব অপরাধের পক্ষেও কিছু মানুষ সাফাই গায়, সেটা দেখে চমকে উঠেছি। এটাও সম্ভব! সত্যি বলতে এ রকম অরক্ষিত আগে কখনো নিজেকে মনে হয়নি।
ন্যান্সি যোগ করে বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুতই রাষ্ট্রীয় পদক্ষেপ দরকার। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ন্যান্সি বলেন, আমরা নারী-পুরুষ সম-অধিকারের কথা বলি। তবে সেটা বিশ্বাস করি কিংবা পালন করি না বললেই চলে। আমি মনে করি মানসিকতা পরিবর্তন না হলে এ জায়গা থেকে বের হওয়া সম্ভব না।
সামাজিক মাধ্যমেও নারীর প্রতি যে অবমাননা কিংবা যা খুশি বলে দেয়ার যে প্রবণতা দেখি- সেটা আমাকে ব্যথিত করে। আর সবকিছুর ঊর্ধ্বে নারী হিসেবে, মানুষ হিসেবে আগে নিরাপত্তা জরুরি। আর সেটা দিতে রাষ্ট্রের বদ্ধপরিকর হওয়া উচিত। এদিকে ন্যান্সি বর্তমানে বেশ কিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ঈদেও তার গান প্রকাশ হবে। অন্যদিকে, রমজানের আগ পর্যন্ত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীতশিল্পী। মানবজমিন























