০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

কাশ্মীরে সেনা-জঙ্গিদের সংঘর্ষ চলছে, নয়াদিল্লিতে বৈঠকে মোদি

  • আপডেট সময়: ০৫:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 39

২৩ এপ্রিল কাশ্মীরে ভারতীয় সেনারা এক তল্লাশি অভিযান শেষে ফিরে আসছেন। ছবি: এএফপি


  • কাশ্মীরজুড়ে ধরপাকড়, আটক অন্তত ১৫০০

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর জঙ্গিদের একটি দলের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জঙ্গিদের একটি দলকে ঘিরে ফেলা হয়েছে।

এর আগে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের হামলায় মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পেহেলগামের বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটক ও স্থানীয় এক টাট্টুচালক নিহত হন।

হামলাস্থল থেকে কুলগাঁওয়ের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে অনুপ্রবেশকারী ওই দলটিই মঙ্গলবারের হত্যাকাণ্ড চালিয়েছিল। 

আনন্দবাজার বলছে, জেলা সদর অনন্তনাগ থেকে কুলগাঁওয়ের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব ২০ কিলোমিটারের কাছাকাছি। সোপিয়ানের দূরত্বও প্রায় একই।

অদূরে এলওসির ওপারেই রয়েছে লস্করের কয়েকটি লঞ্চপ্যাড। সেখান থেকে অতীতে বেশ কয়েকবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটির দাবি, বিধানসভা ভোটের পর নতুন করে কাশ্মীরের স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো ও ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার উদ্দেশ্যে এলওসি বরাবর লঞ্চপ্যাডগুলোতে আবার জঙ্গিদের তৎপরতা শুরু হয়েছে।

এ ছাড়া হামলার পরই কাশ্মীরজুড়ে ধরপাকড় শুরু হয়েছে।

উপত্যকার দেড় হাজারেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে—সংবাদমাধ্যম এবিপি নিউজের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে, তাদের অনেকেই অতীতে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল।

এদিকে এ হত্যাকাণ্ডের দ্রুত জবাব দেওয়া হবে বলে নয়াদিল্লির পক্ষ থেকে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জরুরি বৈঠকে বসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাসংক্রান্ত কমিটি (সিসিএস)।

আনন্দবাজারের তথ্য অনুসারে, বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সিসিএসের অন্যতম সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উপত্যকায় হত্যাকাণ্ডের খবর পেয়ে যুক্তরাষ্ট্র-পেরু সফর কাঁটছাঁট করে দেশে ফিরছেন। তবে বুধবার সন্ধ্যায় মোদির বাসভবনের বৈঠকে তাকে দেখা যায়নি।

বুধবার সকালে সৌদি আরব থেকে নয়াদিল্লিতে ফেরার পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন মোদি। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও আলোচনা সারেন তিনি। তা ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথও বুধবার পৃথকভাবে একটি বৈঠক করেছেন ডোভালের সঙ্গে। ওই বৈঠকে ছিলেন বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল এ পি সিং ও অন্য কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, অপরাধীদের দ্রুত জবাব দেওয়া হবে। বুধবার দুপুরের বৈঠকের পর এক বিবৃতিতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, শিগগিরই জোরালো ও স্পষ্ট জবাব পাবে অপরাধীরা। শুধু হত্যাকারীরাই নয়, যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে, তাদেরও জবাব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

কাশ্মীরে সেনা-জঙ্গিদের সংঘর্ষ চলছে, নয়াদিল্লিতে বৈঠকে মোদি

আপডেট সময়: ০৫:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

২৩ এপ্রিল কাশ্মীরে ভারতীয় সেনারা এক তল্লাশি অভিযান শেষে ফিরে আসছেন। ছবি: এএফপি


  • কাশ্মীরজুড়ে ধরপাকড়, আটক অন্তত ১৫০০

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর জঙ্গিদের একটি দলের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জঙ্গিদের একটি দলকে ঘিরে ফেলা হয়েছে।

এর আগে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের হামলায় মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পেহেলগামের বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটক ও স্থানীয় এক টাট্টুচালক নিহত হন।

হামলাস্থল থেকে কুলগাঁওয়ের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে অনুপ্রবেশকারী ওই দলটিই মঙ্গলবারের হত্যাকাণ্ড চালিয়েছিল। 

আনন্দবাজার বলছে, জেলা সদর অনন্তনাগ থেকে কুলগাঁওয়ের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব ২০ কিলোমিটারের কাছাকাছি। সোপিয়ানের দূরত্বও প্রায় একই।

অদূরে এলওসির ওপারেই রয়েছে লস্করের কয়েকটি লঞ্চপ্যাড। সেখান থেকে অতীতে বেশ কয়েকবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটির দাবি, বিধানসভা ভোটের পর নতুন করে কাশ্মীরের স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো ও ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার উদ্দেশ্যে এলওসি বরাবর লঞ্চপ্যাডগুলোতে আবার জঙ্গিদের তৎপরতা শুরু হয়েছে।

এ ছাড়া হামলার পরই কাশ্মীরজুড়ে ধরপাকড় শুরু হয়েছে।

উপত্যকার দেড় হাজারেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে—সংবাদমাধ্যম এবিপি নিউজের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে, তাদের অনেকেই অতীতে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল।

এদিকে এ হত্যাকাণ্ডের দ্রুত জবাব দেওয়া হবে বলে নয়াদিল্লির পক্ষ থেকে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জরুরি বৈঠকে বসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাসংক্রান্ত কমিটি (সিসিএস)।

আনন্দবাজারের তথ্য অনুসারে, বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সিসিএসের অন্যতম সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উপত্যকায় হত্যাকাণ্ডের খবর পেয়ে যুক্তরাষ্ট্র-পেরু সফর কাঁটছাঁট করে দেশে ফিরছেন। তবে বুধবার সন্ধ্যায় মোদির বাসভবনের বৈঠকে তাকে দেখা যায়নি।

বুধবার সকালে সৌদি আরব থেকে নয়াদিল্লিতে ফেরার পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন মোদি। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও আলোচনা সারেন তিনি। তা ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথও বুধবার পৃথকভাবে একটি বৈঠক করেছেন ডোভালের সঙ্গে। ওই বৈঠকে ছিলেন বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল এ পি সিং ও অন্য কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, অপরাধীদের দ্রুত জবাব দেওয়া হবে। বুধবার দুপুরের বৈঠকের পর এক বিবৃতিতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, শিগগিরই জোরালো ও স্পষ্ট জবাব পাবে অপরাধীরা। শুধু হত্যাকারীরাই নয়, যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে, তাদেরও জবাব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ।