০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

মে মাসের প্রথম সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

  • আপডেট সময়: ১২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • 52

সংগৃহীত ছবি


মে মাসের প্রথম সপ্তাহজুড়ে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বজ্রপাতে প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এসময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ তাদের।

প্রাণহানি কমাতে এ বিষয়ক জনসচেতনার উপরে জোর দেন আবহাওয়াবিদরা।


আরো পড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, উচ্চতর গ্রেড পাবেন যারা

https://www.kalerkantho.com/online/national/2025/04/30/1511265


গত সোমবার দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে উল্লেখযোগ্য হারে হয় বজ্রপাতও। এতে প্রাণ যায় অন্তত ১৬ জনের। দেশে প্রতিবছর বজ্রপাতপ্রবণ এলাকা বাড়ার পাশাপাশি বজ্রঝড়ের সংখ্যাও বাড়ছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বজ্রপাতে মৃত্যুরোধে সম্মিলিত সচেতনতায় আবহাওয়াবিদরা জোর দিচ্ছেন। বজ্রধ্বনি শুনবেন যখন, ঘরে যাবেন তখন। এ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তারা।

বজ্রপাত এড়াতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে।

তাই এসময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে।

এই আবহাওয়াবিদ বলেন, মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেইসঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত দেওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

এছাড়া মে মাসের মাঝামাঝি সময়ে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে বলেও পূর্বাভাস দেন ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের পাশাপাশি আবহাওয়া সম্পর্কে জনসচেতনতাই পারে বজ্রপাতে প্রাণহানি কমাতে।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

মে মাসের প্রথম সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আপডেট সময়: ১২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সংগৃহীত ছবি


মে মাসের প্রথম সপ্তাহজুড়ে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বজ্রপাতে প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। তাই এসময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ তাদের।

প্রাণহানি কমাতে এ বিষয়ক জনসচেতনার উপরে জোর দেন আবহাওয়াবিদরা।


আরো পড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, উচ্চতর গ্রেড পাবেন যারা

https://www.kalerkantho.com/online/national/2025/04/30/1511265


গত সোমবার দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে উল্লেখযোগ্য হারে হয় বজ্রপাতও। এতে প্রাণ যায় অন্তত ১৬ জনের। দেশে প্রতিবছর বজ্রপাতপ্রবণ এলাকা বাড়ার পাশাপাশি বজ্রঝড়ের সংখ্যাও বাড়ছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বজ্রপাতে মৃত্যুরোধে সম্মিলিত সচেতনতায় আবহাওয়াবিদরা জোর দিচ্ছেন। বজ্রধ্বনি শুনবেন যখন, ঘরে যাবেন তখন। এ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তারা।

বজ্রপাত এড়াতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে।

তাই এসময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে।

এই আবহাওয়াবিদ বলেন, মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেইসঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত দেওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

এছাড়া মে মাসের মাঝামাঝি সময়ে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে বলেও পূর্বাভাস দেন ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের পাশাপাশি আবহাওয়া সম্পর্কে জনসচেতনতাই পারে বজ্রপাতে প্রাণহানি কমাতে।