
তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্রে আঘাতে সৃষ্ট আগুন
ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র।দেশটিতে নিযুক্তি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।
এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র দূতাবাস ভবনের কাছেই বিস্ফোরিত হয়েছে। সেই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি। তবে কোনো হতাতের ঘটনা ঘটেনি।
রাষ্ট্রদূত জানিয়েছেন জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখা হবে।























