০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

  • আপডেট সময়: ০৫:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 83

এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ -ছবি: বাসস


এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত সোনা জয়ের লড়াইয়ে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় পান আলিফ। তবে পরের দুই সেটে যথাক্রমে ২৮-২৭ ও ২৭-২৬ সেটে হারেন আলিফ। ফলে চার সেট ম্যাচে ৪-৪ সমতা বিরাজ করে।

পঞ্চম ও ফাইনাল সেটে বাজিমাত করেন আলিফ। নিজের সেরাটা দিয়ে ২৯-২৬ ব্যবধানে জিতে সোনা জয় নিশ্চিত করেন বাংলাদেশের আলিফ।। এটি তার প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত পদক জয়।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

আপডেট সময়: ০৫:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ -ছবি: বাসস


এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত সোনা জয়ের লড়াইয়ে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় পান আলিফ। তবে পরের দুই সেটে যথাক্রমে ২৮-২৭ ও ২৭-২৬ সেটে হারেন আলিফ। ফলে চার সেট ম্যাচে ৪-৪ সমতা বিরাজ করে।

পঞ্চম ও ফাইনাল সেটে বাজিমাত করেন আলিফ। নিজের সেরাটা দিয়ে ২৯-২৬ ব্যবধানে জিতে সোনা জয় নিশ্চিত করেন বাংলাদেশের আলিফ।। এটি তার প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত পদক জয়।