তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে মায়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। বিশ্ববাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে হবে রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর।
২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। এ দিবসকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তারেক রহমান আরো বলেন, দেশে দেশে উদ্বাস্তু সমস্যা আজও ভয়াবহ ও অমানবিক।
জাতিগত সহিংসতা ও রাজনৈতিক আদর্শগত কারণে সমাজবদ্ধ জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতাই এর প্রধান কারণ। কক্সবাজারে উখিয়া-টেকনাফসহ কয়েকটি স্থানে স্থাপিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির, যেখানে ১৪ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী আছে। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ।
তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।
এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, তাদের নিয়ে বাংলাদেশ কী কী ধরনের সমস্যা মোকাবেলা করছে, মায়ানমার কিভাবে তাদের বাস্তুচ্যুত করেছে, প্রত্যাবাসনের নামে মায়ানমার কিভাবে বারবার কথার বরখেলাপ করছে ইত্যাদি বিষয় বর্তমান সরকারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে।
আলাদা বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, বর্তমানে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা খুবই আতঙ্কজনক।
তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের নাম জোরেশোরে আলোচিত হয় মূলত রোহিঙ্গা সমস্যার কারণে।
তাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে প্রত্যাবাসনের জন্য মায়ানমারকে বাধ্য করতে বাংলাদেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানাচ্ছি।