সংগৃহীত ছবি
জুতার মালা পরিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জুতার মালা পরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করেছে।
পরে তার গলায় জুতার মালা পরিয়ে তাকে কয়েকটি জুতার বাড়ি দেওয়া হয়।
নুরুল হুদাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদা উত্তরা পশ্চিম থানায় আটক। তাকে নিরাপত্তার জন্য হেফাজতে নিয়েছে, তবে মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে আজ সকালে শেরেবাংলানগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।
দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মামলাটি করেছেন। মামলায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।