
সংগৃহীত ছবি
মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বুধবার ভোররাতে ইরাপুয়াতো শহরে ‘সেন্ট জন দ্য ব্যাপটিস্ট’ উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। উৎসবে অংশ নিতে শতাধিক মানুষ সড়কে নাচ-গানে মেতে ওঠেন।
এ সময় আচমকা বন্দুকধারীরা হামলা চালালে মুহূর্তেই উৎসবস্থল রক্তাক্ত হয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পর আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। বুধবার সকালেও ঘটনাস্থলে রক্তের দাগ ও গুলির চিহ্ন দেখা গেছে।
গুয়ানাহুয়াতো রাজ্যের প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোর, আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।
তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিচারের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় একটি গির্জার অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।
সূত্র: আল জাজিরা























