১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

  • আপডেট সময়: ০৮:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 109

ছবি: এএফপি


তানজানিয়ায় একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে প্রায় ৩৮ জন নিহত হয়েছে। দেশটির কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে শনিবার সন্ধ্যায় বাসের একটি টায়ার পাংচার হয়ে যাওয়ার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে রবিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রপতির দপ্তর।

সংঘর্ষের কারণে আগুন লেগে উভয় গাড়ি দুটি পুড়ে গেছে।

রাষ্ট্রপতির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় দুই নারীসহ মোট ৩৮ জন নিহত হয়েছে।

শরীরে পুড়ে যাওয়ায়, ৩৬টি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।

হতাহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সেই সঙ্গে তানজানিয়ার রাস্তায় ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটছে জানিয়ে তিনি সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে, দেশটির সরকার সড়ক নিরাপত্তা প্রচারণা বাড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেশটিতে দূর্ঘটনা বেড়েই চলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটিতে আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

 

 

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

জেমস-আলী আজমতের কনসার্টে পুনম ও মধুবন্তী 

তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

আপডেট সময়: ০৮:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

ছবি: এএফপি


তানজানিয়ায় একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে প্রায় ৩৮ জন নিহত হয়েছে। দেশটির কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে শনিবার সন্ধ্যায় বাসের একটি টায়ার পাংচার হয়ে যাওয়ার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে রবিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রপতির দপ্তর।

সংঘর্ষের কারণে আগুন লেগে উভয় গাড়ি দুটি পুড়ে গেছে।

রাষ্ট্রপতির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় দুই নারীসহ মোট ৩৮ জন নিহত হয়েছে।

শরীরে পুড়ে যাওয়ায়, ৩৬টি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।

হতাহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সেই সঙ্গে তানজানিয়ার রাস্তায় ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটছে জানিয়ে তিনি সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে, দেশটির সরকার সড়ক নিরাপত্তা প্রচারণা বাড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেশটিতে দূর্ঘটনা বেড়েই চলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটিতে আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা