১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ভারতে রথযাত্রায় হাতির তাণ্ডব, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে

  • আপডেট সময়: ০১:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 80

সংগৃহীত ছবি


ভারতের আহমেদাবাদে শুক্রবার (২৭ জুন) সকালে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের সময় ১৮ হাতির শোভাযাত্রায় একটি পুরুষ হাতি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আতঙ্কের সৃষ্টি করে। ঘটনাটি ঘটে খাদিয়ার দেশাই নি পোল এলাকায়।

কমলা নেহরু জুওলজিক্যাল গার্ডেনের সুপারিনটেনডেন্ট আর.কে. সাহু জানান, মিছিলে থাকা ১৮ হাতির মধ্যে এটিই ছিল একমাত্র পুরুষ। হঠাৎ উত্তেজিত হয়ে সেটি মূল পথ ছেড়ে পালাতে শুরু করে।

নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, দ্রুত একটি ট্রানকুইলাইজার প্রয়োগ করা হয়। হাতিটিকে শান্ত করতে পাশে থাকা দুইটি স্ত্রী হাতির সাহায্য নেওয়া হয় এবং সেটিকে ভিড় থেকে আলাদা করে ফেলা হয়। সৌভাগ্যবশত, কেউ আহত হয়নি। যদিও মুহূর্তের জন্য আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তেজিত পুরুষ হাতিটিকে এখন আলাদা রাখা হবে এবং এটি আর শোভাযাত্রায় অংশ নেবে না। বাকি ১৭টি হাতি, যেগুলো সবই মহিলা, শান্তিপূর্ণভাবে রথযাত্রার পথ অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, আহমেদাবাদের রথযাত্রা গুজরাটের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিনটিতে হাজার হাজার মানুষ শহরের রাস্তায় ভিড় করেন।

জনসমাগম ও পশু ব্যবস্থাপনা ঘিরে প্রশাসন আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

জেমস-আলী আজমতের কনসার্টে পুনম ও মধুবন্তী 

ভারতে রথযাত্রায় হাতির তাণ্ডব, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে

আপডেট সময়: ০১:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

সংগৃহীত ছবি


ভারতের আহমেদাবাদে শুক্রবার (২৭ জুন) সকালে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের সময় ১৮ হাতির শোভাযাত্রায় একটি পুরুষ হাতি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আতঙ্কের সৃষ্টি করে। ঘটনাটি ঘটে খাদিয়ার দেশাই নি পোল এলাকায়।

কমলা নেহরু জুওলজিক্যাল গার্ডেনের সুপারিনটেনডেন্ট আর.কে. সাহু জানান, মিছিলে থাকা ১৮ হাতির মধ্যে এটিই ছিল একমাত্র পুরুষ। হঠাৎ উত্তেজিত হয়ে সেটি মূল পথ ছেড়ে পালাতে শুরু করে।

নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, দ্রুত একটি ট্রানকুইলাইজার প্রয়োগ করা হয়। হাতিটিকে শান্ত করতে পাশে থাকা দুইটি স্ত্রী হাতির সাহায্য নেওয়া হয় এবং সেটিকে ভিড় থেকে আলাদা করে ফেলা হয়। সৌভাগ্যবশত, কেউ আহত হয়নি। যদিও মুহূর্তের জন্য আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তেজিত পুরুষ হাতিটিকে এখন আলাদা রাখা হবে এবং এটি আর শোভাযাত্রায় অংশ নেবে না। বাকি ১৭টি হাতি, যেগুলো সবই মহিলা, শান্তিপূর্ণভাবে রথযাত্রার পথ অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, আহমেদাবাদের রথযাত্রা গুজরাটের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিনটিতে হাজার হাজার মানুষ শহরের রাস্তায় ভিড় করেন।

জনসমাগম ও পশু ব্যবস্থাপনা ঘিরে প্রশাসন আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস