ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ইউরোপজুড়ে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। প্রচণ্ড গরমের কারণে প্যারিসে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে, আজ মঙ্গলবার আইফেল টাওয়ার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানায়, দেশটির ১৬টি অঞ্চলে দাবদাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এই সতর্কতার আওতায় এসেছে ফ্রান্সের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে।
তীব্র গরমের কারণে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ১ হাজার ৩৫০টি স্কুল আংশিক বা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শুধু ফ্রান্স নয়, ইউরোপের আরো কয়েকটি দেশেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ দক্ষিণ ও মধ্য ইউরোপের দেশগুলোতে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। এই তীব্র দাবদাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জার্মানির আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়াবিদরা।
তীব্র গরমের কারণে জার্মানির গুরুত্বপূর্ণ রাইন নদীর পানির স্তর উল্লেখযোগ্য হারে কমে গেছে। পানি কমে যাওয়ায় এই নদী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোকে সীমিত মাল নিয়ে চলতে হচ্ছে। এর ফলে পরিবহন ব্যয় বেড়ে গেছে এবং জাহাজ চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এদিকে, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশগুলোর অবস্থাও একইরকম।
তীব্র গরমে ভুগছে এই অঞ্চলগুলোর মানুষ। তবে কোথাও কোথাও সামান্য হারে তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানা গেছে। তাপপ্রবাহের এই পরিস্থিতিতে ইউরোপজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও স্বাস্থ্য বিভাগ।
বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের বাড়ির বাইরে কম বের হতে পরামর্শ দেয়া হয়েছে। বিভিন্ন স্থানে পানির ছিটা স্প্রে করার ব্যবস্থা করা হচ্ছে এবং ঠান্ডা বিশ্রাম কেন্দ্র খোলা হচ্ছে।
সূত্র: বিবিসি