০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দোলন চাঁপা’র একটি ভিন্ন স্বাদের কবিতা

  • আপডেট সময়: ০৯:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 13

 

কবিতা: দোলন চাঁপা

নজরবন্দি

হঠাৎ একটা বন্ধু হয়ে

গেলো আমার।

গলাগলি বা ঠোঁট ডুবিয়ে নয়,

ভালোবাসার কুশল

বিনিময় হয় আমাদের।

এখানে আরও থাকতো

মনোমালিন্য,কাঁচা অভিমান।

সে আমাকে সেল বন্দি বা

জেলবন্দি নয় তার নজরবন্দি

করে রাখে।

আমি খুব বুঝতে পারি।

প্রশ্ন করলে বলে,

দেখো প্রিয়া সুযোগ পেলেই মানুষ

বেহাত হয়ে যায়।

পরিযায়ী পাখি কিংবা

প্রজাপতি মতো।

আমি তোমাকে হারাতে

চাই না।

পৃথিবী ঘুরে এসে

যতো সুখদুঃখ তোমার কাছে

আমার বন্দি।

অনুষঙ্গগুলো প্রতিদিন

সাপলুডু খেলে।

তার জাদু কন্ঠের গান

আমায় মুগ্ধ করে।

কখনো দশ আঙুল

এক করে আমাকে

চোখের জলে ডোবায়।

আমি দিশেহারা হয়ে যাই।

বিশুদ্ধ সৃষ্টির মতো

মোহিত হই তার এমন

ম্যাজিক-রিয়েলিটির খেলায়।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

‘ডাইনি’ আখ্যা দিয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যা

দোলন চাঁপা’র একটি ভিন্ন স্বাদের কবিতা

আপডেট সময়: ০৯:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

কবিতা: দোলন চাঁপা

নজরবন্দি

হঠাৎ একটা বন্ধু হয়ে

গেলো আমার।

গলাগলি বা ঠোঁট ডুবিয়ে নয়,

ভালোবাসার কুশল

বিনিময় হয় আমাদের।

এখানে আরও থাকতো

মনোমালিন্য,কাঁচা অভিমান।

সে আমাকে সেল বন্দি বা

জেলবন্দি নয় তার নজরবন্দি

করে রাখে।

আমি খুব বুঝতে পারি।

প্রশ্ন করলে বলে,

দেখো প্রিয়া সুযোগ পেলেই মানুষ

বেহাত হয়ে যায়।

পরিযায়ী পাখি কিংবা

প্রজাপতি মতো।

আমি তোমাকে হারাতে

চাই না।

পৃথিবী ঘুরে এসে

যতো সুখদুঃখ তোমার কাছে

আমার বন্দি।

অনুষঙ্গগুলো প্রতিদিন

সাপলুডু খেলে।

তার জাদু কন্ঠের গান

আমায় মুগ্ধ করে।

কখনো দশ আঙুল

এক করে আমাকে

চোখের জলে ডোবায়।

আমি দিশেহারা হয়ে যাই।

বিশুদ্ধ সৃষ্টির মতো

মোহিত হই তার এমন

ম্যাজিক-রিয়েলিটির খেলায়।