
দোলন চাঁপা’র কবিতা
শব্দের ভেতরে প্রেম
যেতে চাই বহুদূর,
অরণ্য অন্তঃপুর ধ্রুবতারা।
সূর্য দীঘল বাড়ি
ঝলমল স্বপ্নরাত দিশেহারা।
শব্দের ভেতরে প্রেম জল,
চঞ্চল হয়ে ওঠে তরঙ্গমালা।
পাখিরা ডেকে ওঠে ক্লান্তিহীন,
ঝিঁঝিপোকা রৌদ্রজ্বালা।
আলো ঝলমল করে পাখিরা
মেঘের ওপরে পাগলপারা।
দুরন্ত নদী বয়ে যায়,
স্বপ্নচারী পাখির নিবাস
দূর ইশারা।
আঁকাবাঁকা পথে পথে
সারিবদ্ধ বৃক্ষরাজি নদীরধারা।
প্রেমের বাঁশি
এই সুন্দর আকাশের
নীল বর্ণালী সন্ধ্যা
বিকেলটি ছিলো শোভন ঝিলমিল
ফুটেছিলো রজনীগন্ধা।
সন্ধ্যার আগেভাগে লালচে মেঘের কারুকাজ
রঙিন আলোয় প্রেম জাগে
স্বর্ণালী সন্ধ্যা আজ।
ও ভূবনেশ্বর, প্রেম –
আবেগতাড়িত কন্ঠস্বর
মৃদু মৃদু কথা বলা।
বাতাসে বেজে ওঠে প্রেমের বাঁশি,
সমুদ্রসঙ্গম, আকন্ঠ ভাসাভাসি
এ কেমন ছলাকলা ।
তোমাকে ভালোবাসি বিকেলের মতো,
সন্ধ্যার মতো
ঝলমল জ্যোৎস্নার মতো ।
প্রেমের গভীরে নেমে যাই,
অবগাহন করি
হাতে হাত ধরি চোখ ইশারায় মরি।
প্রেম মানেই অনন্ত ক্ষুধা
এখনো তাকিয়ে থাকি
অবাক বিস্ময়ে –
দূর নক্ষত্র ডাকে তোমার নয়নে
নয়ন রাখি আকাশে –
মেঘের ফাঁকে ফাঁকে
আহা কী চমৎকার প্রণয়ের গান,
দিগন্তের উঁকিঝুঁকি,
লাল আভা, ঘুরে ফিরে বারবার
হতে চাই দিনমান
অভিন্ন মুখোমুখি
এই যে জগৎ সংসার
শুধু তোমার, ভালোবাসার অধিক
ও আকাশ বলো ,
এ কথাই ঠিক
এ যে প্রেম –অনন্ত ক্ষুধা
পান করি সুধা
বুঁদ হয়ে থাকি গভীর বেষ্টনে
রেখেছি দু’হাত
এমন নিরিবিলি রাত আর পাবো না কি!