১০:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আশার আলো দেখছে বাংলাদেশ

  • আপডেট সময়: ১০:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 1

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত


‘পারস্পরিক শুল্ক চুক্তি’ নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR)।

বুধবার (৯ জুলাই) থেকে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠানোর পর বাংলাদেশ প্রথম দিকেই আলোচনায় বসতে যাচ্ছে।

সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। তিনি ওয়াশিংটন ডিসিতে আলোচনায় অংশ নিচ্ছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় বসে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত থাকবেন।

এদিকে বাণিজ্য সচিব ও অতিরিক্ত সচিবসহ বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আশা করছে, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার গঠনমূলক আলোচনার ভিত্তিতে এবারের বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে এবং চুক্তিটি দ্রুতই চূড়ান্ত করা যাবে।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আশার আলো দেখছে বাংলাদেশ

আপডেট সময়: ১০:১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত


‘পারস্পরিক শুল্ক চুক্তি’ নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR)।

বুধবার (৯ জুলাই) থেকে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠানোর পর বাংলাদেশ প্রথম দিকেই আলোচনায় বসতে যাচ্ছে।

সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। তিনি ওয়াশিংটন ডিসিতে আলোচনায় অংশ নিচ্ছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় বসে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত থাকবেন।

এদিকে বাণিজ্য সচিব ও অতিরিক্ত সচিবসহ বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আশা করছে, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার গঠনমূলক আলোচনার ভিত্তিতে এবারের বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে এবং চুক্তিটি দ্রুতই চূড়ান্ত করা যাবে।