
ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দেশটি। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলবে তারা। যদিও বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে তারা।
নেদারল্যান্ডস ১৩৫ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করে জয় নিশ্চিত করে এবং তারাও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেয়।
বাছাইপর্বের নাটকীয়তায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে স্কটল্যান্ড। টানা চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলটি এবার জায়গা পায়নি। দিনের আরেক ম্যাচে তারা জার্সির বিপক্ষে হেরে বসে শেষ বলে।
এই ম্যাচে জিতলে তারা টিকে থাকত দৌড়ে।
অন্যদিকে, জার্সি এক উইকেটে রোমাঞ্চকর জয় পেলেও তাদের স্বপ্নও ভেঙে যায় নেদারল্যান্ডসের জয়ে।
শেষ পর্যন্ত ইতালি ও জার্সি উভয়েরই পয়েন্ট ছিল সমান—পাঁচ। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূল পর্বে জায়গা পায় ইতালি।
ইউরোপ অঞ্চল থেকে এবারের বিশ্বকাপে তাই খেলবে নেদারল্যান্ডস ও ইতালি। আর ক্রিকেট বিশ্বমঞ্চে প্রথমবারের মতো দেখা যাবে ইতালির প্রতিনিধিত্ব।