
রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছবি: ঢাকা মেইল
সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি বিকেল ৫টা পর্যন্ত থাকতে পারে। এছাড়া আগামী আরও দুদিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েক দিন সারাদেশে কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। পরবর্তী সময়ে তা স্থল নিম্নচাপে রূপ নিয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ লঘুচাপের কেন্দ্র হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
আরো পড়ুন
রাতের মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
এদিকে গতকাল সোমবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার পর থেকে রাত ১০টার মধ্যে দেশের তিনটি বিভাগের (খুলনা, রাজশাহী ও রংপুর) সকল জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
তিনি আরও জানান, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।