
জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ড প্লে’র কনসার্টের বড় পর্দায় আলিঙ্গনের দৃশ্য ভাইরালের পর যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি অ্যাস্ট্রোনোমারের প্রতিষ্ঠাতা ও শীপ্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠিয়েছে কোম্পানিটি।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে পারফর্ম করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ড প্লে’। সেই কনসার্টের একটি বিশাল পর্দায় প্রথম দেখা যায়, যেখানে দুইজন মানুষকে একে অপরকে জড়িয়ে ধরে আছেন। ক্যামেরায় ধরা পড়া ওই দুজন হলেন- অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও সংস্থার মানব সম্পদ (এইচআর) বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। তাদের চেহারা যখন হাজার হাজার দর্শকের সামনে আসে, তখনই ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে লজ্জায় মুখ ঢেকে রাখেন ক্রিস্টিনও।
সেই সময় কনসার্টের ব্যান্ড লিডার ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন, ‘দেখো তো ওদের, কী সুন্দর একটা মুহূর্ত!’ কিন্তু তাদের অস্বস্তি দেখে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা হয়তো প্রেম করছেন, অথবা খুবই লাজুক।’
বুধবার রাতে কনসার্টের পর এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। টিকটকে পোস্ট করা মূল ভিডিওটি মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছেন। পরে এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয় এবং টেলিভিশন অনুষ্ঠানেও এ নিয়ে রসিকতা করা হয়য়।
ইন্টারনেটে ব্যাপক আলোচনা শুরু হওয়ার দুই দিন পর অ্যাস্ট্রোনোমার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে, যদিও ভিডিওটির নাম উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘প্রতিষ্ঠার পর থেকে অ্যাস্ট্রোনোমার যে মূল্যবোধ ও সংস্কৃতি অনুসরণ করে এসেছে, তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা আচরণ ও জবাবদিহিতার ক্ষেত্রে সর্বোচ্চ মান প্রত্যাশা করি। পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং আমরা খুব শিগগিরই আরও তথ্য জানানো হবে।’
পৃথক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্টোনোমারের প্রতিষ্ঠানের ও শীর্ষ নির্বাহী অ্যান্ডি বায়রন বর্তমানে ছুটিতে আছেন। তার অনুপস্থিতিতে বর্তমানে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডিজয়কে ভারপ্রাপ্ত শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউইয়র্কে বসবাস করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অ্যান্ডি বায়রনের স্ত্রী মেগান কেরিগান ফেসবুকে নিজের বিবাহিত পদবি ‘বায়রন’ মুছে ফেলেছেন। যার থেকে অ্যান্ডি বায়রনের বিবাহিত সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে ২০২২ সালে ক্রিস্টিন ক্যাবটের বিবাহবিচ্ছেদ হয়েছে, তিনি এক সন্তানের মা।
সূত্র: বিবিসি