০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ব্রিটিশ হেভি মেটাল কিংবদন্তি ওজি অসবোর্ন আর নেই

  • আপডেট সময়: ০৭:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 14

ছবি: সংগৃহীত


ব্ল্যাক সাবাথের ফ্রন্টম্যান, ব্রিটিশ হেভি মেটাল কিংবদন্তি ও প্রিন্স অব ডার্কনেস খ্যাত ওজি অসবোর্ন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিশ্ব সংগীতের অন্যতম আলোচিত ও বিতর্কিত এই শিল্পী মাত্র তিন সপ্তাহ আগে সঙ্গীতজগৎ থেকে বিদায় নিয়েছিলেন। চলতি মাসের ৫ তারিখ ‘ব্যাক টু দ্য বিগিনিং’ শীর্ষক এক বিদায়ী কনসার্টে অংশ নিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে মঞ্চে উঠেছিলেন নিজের গড়া ব্যান্ড ব্ল্যাক সাবাথের সদস্যদের সঙ্গে।

এক বিবৃতিতে অসবোর্ন পরিবার জানিয়েছে, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি অসবোর্ন আজ সকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরিবারের ভালোবাসার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সময়ে আমাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।

তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। যদিও গত কয়েক বছর ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ওজি অসবোর্ন ছিলেন হেভি মেটাল ঘরানার পথপ্রদর্শক, যার কণ্ঠের ভৌতিক সুর এই ধারার বিকাশে বড় ভূমিকা রেখেছিল। একসময় মঞ্চে বাদুড়ের মাথা কেটে খাওয়ার মতো কাণ্ড ঘটিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। মাদকাসক্তির কারণে একসময় নিজের স্ত্রীকে খুনের চেষ্টাও করেছিলেন। পরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অসবোর্নস’-এ পরিবারের সঙ্গে সহজ-সরল উপস্থিতির জন্য দর্শকদের ভালোবাসা কুড়ান।

বিদায়ী কনসার্টে অসবোর্ন দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি ছয় বছর ধরে শয্যাশায়ী ছিলাম। আমার কেমন লাগছে, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

 

 

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ব্রিটিশ হেভি মেটাল কিংবদন্তি ওজি অসবোর্ন আর নেই

আপডেট সময়: ০৭:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত


ব্ল্যাক সাবাথের ফ্রন্টম্যান, ব্রিটিশ হেভি মেটাল কিংবদন্তি ও প্রিন্স অব ডার্কনেস খ্যাত ওজি অসবোর্ন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিশ্ব সংগীতের অন্যতম আলোচিত ও বিতর্কিত এই শিল্পী মাত্র তিন সপ্তাহ আগে সঙ্গীতজগৎ থেকে বিদায় নিয়েছিলেন। চলতি মাসের ৫ তারিখ ‘ব্যাক টু দ্য বিগিনিং’ শীর্ষক এক বিদায়ী কনসার্টে অংশ নিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে মঞ্চে উঠেছিলেন নিজের গড়া ব্যান্ড ব্ল্যাক সাবাথের সদস্যদের সঙ্গে।

এক বিবৃতিতে অসবোর্ন পরিবার জানিয়েছে, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি অসবোর্ন আজ সকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পরিবারের ভালোবাসার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সময়ে আমাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।

তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। যদিও গত কয়েক বছর ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ওজি অসবোর্ন ছিলেন হেভি মেটাল ঘরানার পথপ্রদর্শক, যার কণ্ঠের ভৌতিক সুর এই ধারার বিকাশে বড় ভূমিকা রেখেছিল। একসময় মঞ্চে বাদুড়ের মাথা কেটে খাওয়ার মতো কাণ্ড ঘটিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। মাদকাসক্তির কারণে একসময় নিজের স্ত্রীকে খুনের চেষ্টাও করেছিলেন। পরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অসবোর্নস’-এ পরিবারের সঙ্গে সহজ-সরল উপস্থিতির জন্য দর্শকদের ভালোবাসা কুড়ান।

বিদায়ী কনসার্টে অসবোর্ন দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি ছয় বছর ধরে শয্যাশায়ী ছিলাম। আমার কেমন লাগছে, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’