
শিক্ষার্থী জারিফ ফারহান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় জারিফ ফারহান ও মাসুমা নামে দগ্ধ আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তারা।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই স্কুলের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। আর মাসুমা (৩৮) সকাল ১০টা ১৫ মিনিটে মারা যান। তিনি ওই স্কুলে অফিস সহায়ক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মাসুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। আর মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।’
মৃত জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তাদের গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। তার দুই ছেলেমেয়ের মধ্যে জারিফ ছিল ছোট। পরিবার নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর, ৫ নম্বর রোডে থাকেন।
এদিকে, শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন জানান, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হলো।