০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের 

  • আপডেট সময়: ০৭:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 9

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংতের সতর্কতা জারি।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার শঙ্কার কথা উল্লেখ করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল লেনদেন সেবাদানকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সেবা প্রদানকারী ও ই-পেমেন্ট গেটওয়ের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

সেখানে বলা হয়েছে, সামনের দিনগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো, ব্যাংক, স্বাস্থ্যসেবা খাত এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সাইবার হামলার কারণে বিঘ্নিত হতে পারে। এরই মধ্যে বিভিন্ন উৎস থেকে এমন হুমকির তথ্য পাওয়া গেছে।

সতর্কবার্তায় বলা হয়, সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে প্রত্যেক প্রতিষ্ঠানকে এখনই প্রস্তুতি নিতে হবে। ছোট বা মাঝারি মাত্রার আক্রমণ হলেও তা ঠেকাতে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে সার্ভার ও তথ্যভান্ডার ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার, অপ্রয়োজনীয় সংযোগ ও প্রবেশাধিকার সীমিত করা, সংরক্ষিত তথ্যের গুরুত্ব অনুযায়ী নিয়মিত সংরক্ষণ এবং পুনরুদ্ধার পদ্ধতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তথ্য আদান-প্রদান ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে তথ্য সাংকেতিককরণ, গুরুত্বপূর্ণ সকল ক্ষেত্রে একাধিক ধাপে যাচাই প্রক্রিয়া চালু, সন্দেহজনক আচরণ শনাক্তে প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা, এবং যেকোনো হামলার পর দ্রুত কার্যক্রম সচল রাখার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা রাখার কথা বলা হয়েছে।

এছাড়া সাইবার হুমকি প্রতিরোধে দক্ষ জনবল গড়ে তোলা, নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা পর্যবেক্ষণ, সন্দেহজনক প্রবেশ বা তথ্য পরিবর্তন হলে কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক এস. এম. তোফায়েল আহমাদ স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের 

আপডেট সময়: ০৭:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংতের সতর্কতা জারি।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার শঙ্কার কথা উল্লেখ করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল লেনদেন সেবাদানকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সেবা প্রদানকারী ও ই-পেমেন্ট গেটওয়ের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

সেখানে বলা হয়েছে, সামনের দিনগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো, ব্যাংক, স্বাস্থ্যসেবা খাত এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সাইবার হামলার কারণে বিঘ্নিত হতে পারে। এরই মধ্যে বিভিন্ন উৎস থেকে এমন হুমকির তথ্য পাওয়া গেছে।

সতর্কবার্তায় বলা হয়, সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে প্রত্যেক প্রতিষ্ঠানকে এখনই প্রস্তুতি নিতে হবে। ছোট বা মাঝারি মাত্রার আক্রমণ হলেও তা ঠেকাতে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে সার্ভার ও তথ্যভান্ডার ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরদার, অপ্রয়োজনীয় সংযোগ ও প্রবেশাধিকার সীমিত করা, সংরক্ষিত তথ্যের গুরুত্ব অনুযায়ী নিয়মিত সংরক্ষণ এবং পুনরুদ্ধার পদ্ধতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তথ্য আদান-প্রদান ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে তথ্য সাংকেতিককরণ, গুরুত্বপূর্ণ সকল ক্ষেত্রে একাধিক ধাপে যাচাই প্রক্রিয়া চালু, সন্দেহজনক আচরণ শনাক্তে প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা, এবং যেকোনো হামলার পর দ্রুত কার্যক্রম সচল রাখার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা রাখার কথা বলা হয়েছে।

এছাড়া সাইবার হুমকি প্রতিরোধে দক্ষ জনবল গড়ে তোলা, নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা পর্যবেক্ষণ, সন্দেহজনক প্রবেশ বা তথ্য পরিবর্তন হলে কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক এস. এম. তোফায়েল আহমাদ স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।