০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

শাহবাগ অবরোধ: অনড় আন্দোলনকারীরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • আপডেট সময়: ০২:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 59

রাজধানীর শাহবাগ মোড়ে টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করায় বেড়েছে জনদুর্ভোগ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। পুলিশ তাদেরকে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানাচ্ছেন। কিন্তু আন্দোলনকারীরা অনড়। এদিকে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শাহবাগে।

শাহবাগ মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে কাঁটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্য ভবন সংলগ্ন সড়ক এবং শাহবাগ থানার সামনের অংশ থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর জেরে আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনই উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যেও।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, গতকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। বৃষ্টি হলেও কেউ সরছে না। আন্দোলনের ফলে সড়ক অবরুদ্ধ হয়ে গেছে, ফলে যানবাহন বিকল্প পথে চলাচল করছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

শাহবাগ অবরোধ: অনড় আন্দোলনকারীরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেট সময়: ০২:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

রাজধানীর শাহবাগ মোড়ে টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করায় বেড়েছে জনদুর্ভোগ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। পুলিশ তাদেরকে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানাচ্ছেন। কিন্তু আন্দোলনকারীরা অনড়। এদিকে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শাহবাগে।

শাহবাগ মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে কাঁটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্য ভবন সংলগ্ন সড়ক এবং শাহবাগ থানার সামনের অংশ থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর জেরে আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনই উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যেও।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, গতকাল থেকে তারা এখানে অবস্থান করছেন। বৃষ্টি হলেও কেউ সরছে না। আন্দোলনের ফলে সড়ক অবরুদ্ধ হয়ে গেছে, ফলে যানবাহন বিকল্প পথে চলাচল করছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।