
সংগৃহীত ছবি
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে। রবিবার (৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো. রুবেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিআইডির বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।’
এর আগে, ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরো পড়ুন
‘সব শেষ ভাই, আমার ২৫-৩০ লাখ টাকা নাই’
https://www.kalerkantho.com/online/national/2025/08/02/1556553
শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে।
আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।