রোববার সামাজিক মাধ্যমে নিজের করে নিয়েছেন শবনম বুবলী। সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর ছবি দিয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন।
ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটাগরিকদের পাখির চোখ ছিল অপু বিশ্বাসের ফেসবুকে। কেননা বুবলী শাকিবকে নিয়ে পোস্ট করবেন আর অপু নিরব থাকবেন এরকম কখনও হয়নি। তবে রোববার রাত পেরিয়ে গেলেও অপু সোশ্যাল হ্যান্ডেল ছিল সাড়া শব্দহীন।
দায়িত্ব পালন করেও খুশি করতে পারছেন না, শাকিবকে নিয়ে জয়
https://dhakamail.com/entertainment/245284
তবে সামাজিক মাধ্যমে কিছু না বললেও অপু কথা বলেছেন সংবাদকর্মীদের সঙ্গে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন এ নায়িকা। কথা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর ভ্রমণের বিষয়টি নিয়েও অপু বিশ্বাসকে মন্তব্য করতে বলা হয়।
এ সময় তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’
অবশেষে সরব অপু বিশ্বাস, লিংক দিলেন ফেসবুকে
https://dhakamail.com/entertainment/245249
শাকিব প্রসঙ্গে তুলতে অভিনেত্রী আরও বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজ অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে।’
অপু বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারব।’
শাকিব-অপুর বিচ্ছেদের নেপথ্যে
https://dhakamail.com/entertainment/1059
এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব-বুবলী। সন্তান বীরকে সময় দিচ্ছেন দুজন। বুবলীর প্রকাশিত ছবিগুলো দেখে তাই মনে হয়েছে। পাশাপাশি দুজনে একে অন্যের বাহুবন্দী হয়েও ধরা দিয়েছেন ক্যামেরায়। এরপর থেকেই সরগরম সামাজিক মাধ্যম।