০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দোলন চাঁপা’র তিনটি কবিতা

  • আপডেট সময়: ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 17

♣দোলন চাঁপা’র কবিতা♣

চুম্বন ক্ষুধা বৃষ্টির মতো

ও আকাশ, তোমার ব্যাকুল চেয়ে থাকা

নীল মেঘ যৌবন আঁকাবাঁকা

গভীর সমুদ্রের তীব্র ক্ষুধা

আহা কী প্রেম অমৃত সুধা

ভালোবাসা রঙ বদলায়

আকাশের মতো চুম্বন ক্ষুধা বৃষ্টির মতো,

অবিরত আজ শ্রাবণে অদ্ভুত রোদ্দুর

ঢেউয়ের দোলা নীল সমুদ্দুর।

চুম্বনের অধিক আকাশ চেয়ে থাকে

ভালোবাসার পাখি কেবলি ডাকে।

কী সুন্দর মেঘ উড়ে যায়

রক্তিম বিকেলে শ্রাবণ মেঘে উড়াল শয্যায়

বাতাস উজান ঠেলে

পরিযায়ী পাখি উড়ে গেলে

আকাশ লাল হয়ে ওঠে

নীল মেঘ ফুল হয়ে ফোটে ।

মন যমুনার জল

মন উড়ে যায় বলাকার মতো

আকাশের প্রেমে তুমি আমার শুধু

আমার বৃষ্টি এলো নেমে

আজ এমনি বর্ষা মুখর রাত

ডুবে যায় আকাশের চাঁদ

তোমাকে পেতে চাই কাছে

বুকের ভেতরে কেবলি নাচে

কখন যে অযাচিত প্রেমে

কোলাহল যায় থেমে

ও আমার মন যমুনার জল

নীল আকাশের চোখ ছলছল

জেগে ওঠে দূর নক্ষত্র তারা

এই কী প্রেম চোখের ইশারা

নির্জনে সাগরের গান

অনাদিকাল অন্তরের ফ্রেমে । (গীতিকবিতা)

 

হাওয়াই বৃষ্টি

চঞ্চল মেঘে দুরন্ত

চলন বিল হাওয়াই বৃষ্টি

কান্নার রোল

বিদ্যুৎ যেনো বাতাসের ঢোল

রোদের চমক

জলের ঝিলমিল।

চোখের আড়ালে বৃষ্টির খেলা

ভিজে যায় পুঁই, ঢেঁড়স বাগান

আকাশে উড়াল পাখির গান

মাঝে মাঝে বাতাসে মেঘের মেলা।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

দোলন চাঁপা’র তিনটি কবিতা

আপডেট সময়: ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

♣দোলন চাঁপা’র কবিতা♣

চুম্বন ক্ষুধা বৃষ্টির মতো

ও আকাশ, তোমার ব্যাকুল চেয়ে থাকা

নীল মেঘ যৌবন আঁকাবাঁকা

গভীর সমুদ্রের তীব্র ক্ষুধা

আহা কী প্রেম অমৃত সুধা

ভালোবাসা রঙ বদলায়

আকাশের মতো চুম্বন ক্ষুধা বৃষ্টির মতো,

অবিরত আজ শ্রাবণে অদ্ভুত রোদ্দুর

ঢেউয়ের দোলা নীল সমুদ্দুর।

চুম্বনের অধিক আকাশ চেয়ে থাকে

ভালোবাসার পাখি কেবলি ডাকে।

কী সুন্দর মেঘ উড়ে যায়

রক্তিম বিকেলে শ্রাবণ মেঘে উড়াল শয্যায়

বাতাস উজান ঠেলে

পরিযায়ী পাখি উড়ে গেলে

আকাশ লাল হয়ে ওঠে

নীল মেঘ ফুল হয়ে ফোটে ।

মন যমুনার জল

মন উড়ে যায় বলাকার মতো

আকাশের প্রেমে তুমি আমার শুধু

আমার বৃষ্টি এলো নেমে

আজ এমনি বর্ষা মুখর রাত

ডুবে যায় আকাশের চাঁদ

তোমাকে পেতে চাই কাছে

বুকের ভেতরে কেবলি নাচে

কখন যে অযাচিত প্রেমে

কোলাহল যায় থেমে

ও আমার মন যমুনার জল

নীল আকাশের চোখ ছলছল

জেগে ওঠে দূর নক্ষত্র তারা

এই কী প্রেম চোখের ইশারা

নির্জনে সাগরের গান

অনাদিকাল অন্তরের ফ্রেমে । (গীতিকবিতা)

 

হাওয়াই বৃষ্টি

চঞ্চল মেঘে দুরন্ত

চলন বিল হাওয়াই বৃষ্টি

কান্নার রোল

বিদ্যুৎ যেনো বাতাসের ঢোল

রোদের চমক

জলের ঝিলমিল।

চোখের আড়ালে বৃষ্টির খেলা

ভিজে যায় পুঁই, ঢেঁড়স বাগান

আকাশে উড়াল পাখির গান

মাঝে মাঝে বাতাসে মেঘের মেলা।