রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (০৪ আগস্ট) নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভারত শুধু বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, বড় লাভের আশায় তারা এই তেলের বেশিরভাগই খোলা বাজারে বিক্রি করছে।’
তিনি বলেন, ‘তাদের (ভারত) এমন পদক্ষেপে ইউক্রেনের কত মানুষ রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে মারা যাচ্ছে, এটি তারা পরোয়া করে না। এই কারণে, আমি ভারতের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।’
তবে অতিরিক্ত শুল্কের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এরআগে গত সপ্তাহে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির অভিযোগে অতিরিক্ত জরিমানাও আরোপ করেছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এমন সময় তারা (ভারত) রাশিয়ার থেকে পণ্য কিনছে যখন বিশ্বের সবাই চায় রাশিয়া ইউক্রেনে তাদের হত্যাযজ্ঞ বন্ধ করুক, এটি একদমই উচিৎ নয়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এর ওপর রুশ অস্ত্র ও জ্বালানি কেনায় তাদের জরিমানাও গুনতে হবে। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। মাগা।’
এর একদিন পরই এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার কিছু আসে যায় না। চাইলে তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে। ভারতের সঙ্গে আমাদের ব্যবসা খুবই সীমিত, কারণ তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ। রাশিয়ার সঙ্গেও আমাদের বাণিজ্য নেই বললেই চলে, এবং আসুন আমরা এটি এভাবেই রাখি।’
আরো পড়ুন
যে কারণে বাড়ছে ট্রাম্প-মোদির দূরত্ব!
https://dhakamail.com/international/245048
এদিকে ভারত সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা।