০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বাংলাদেশের মতো প্রতিবেশীরাও ভারতের থেকে দূরে সরে যাচ্ছে: শারদ পাওয়ার

  • আপডেট সময়: ০৮:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 4

বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী এবং এনসিপি (এসপি) দলের প্রধান শারদ পাওয়ার। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (০৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন শারদ পাওয়ার।

তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর আমাদের প্রতি দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো দেশগুলোও আমাদের ওপর খুশি নয়। তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি মনে করি, মোদি সাহেবের এ বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।’

মূলত, ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের চাপ সামলাতে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা কমিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পরর্কের ওপর জোর দিয়েছেন তিনি।

শারদ পাওয়ার বলেন, ‘ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত।’

ভারতের বিরোধী নেতারা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোদি সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তবে শারদ পাওয়ার শুল্ক বৃদ্ধির জন্য সরাসরি মোদী সরকারের পররাষ্ট্রনীতিকে দোষারোপ করা থেকে বিরত থাকেন।

ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না জানতে চাইলে শারদ পাওয়ার বলেন, ‘ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয়, তার ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

বাংলাদেশের মতো প্রতিবেশীরাও ভারতের থেকে দূরে সরে যাচ্ছে: শারদ পাওয়ার

আপডেট সময়: ০৮:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী এবং এনসিপি (এসপি) দলের প্রধান শারদ পাওয়ার। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (০৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন শারদ পাওয়ার।

তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর আমাদের প্রতি দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো দেশগুলোও আমাদের ওপর খুশি নয়। তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি মনে করি, মোদি সাহেবের এ বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।’

মূলত, ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের চাপ সামলাতে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা কমিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পরর্কের ওপর জোর দিয়েছেন তিনি।

শারদ পাওয়ার বলেন, ‘ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত।’

ভারতের বিরোধী নেতারা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোদি সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তবে শারদ পাওয়ার শুল্ক বৃদ্ধির জন্য সরাসরি মোদী সরকারের পররাষ্ট্রনীতিকে দোষারোপ করা থেকে বিরত থাকেন।

ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না জানতে চাইলে শারদ পাওয়ার বলেন, ‘ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয়, তার ওপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া