
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাম্প্রতিক মাসগুলোতে ২০ জনকে গ্রেফতার করেছে ইরানি কতৃপক্ষ।
শনিবার (০৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, ‘গ্রেফতারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। তাদের বিচার সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি কার্যকর করা হয়েছে। তাকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং জুন মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পরমাণু বিজ্ঞানীর তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেফতার হওয়া ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মুক্তি পাওয়াদের সংখ্যা জানাননি তিনি।
তিনি বলেন, ‘বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো নমনীয়তা দেখাবে না এবং দৃঢ় রায় দিয়ে সকলের জন্য একটি উদাহরণ তৈরি করবে।’
তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের গুপ্তচরবৃত্তি ও তার বিরুদ্ধে দমন-পীড়ন প্রমাণ করে যে, ইরান-ইসরায়েল সংঘাত শুধু সামরিক নয়, বরং তথ্য, প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক যুদ্ধেও রূপ নিচ্ছে। মোসাদের কার্যকলাপ মোকাবিলায় ইরান তার গোয়েন্দা নজরদারি আরও জোরদার করছে।
সূত্র: রয়টার্স