
ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের পাশে একটি দরগার ছাদ ধসে পড়ার ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েক ভবনটির ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দিল্লির নিজামউদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধি এলাকার ভেতরে একটি দরগার ছাদ ধসে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ভেতরে আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু করে।
অসমর্থিত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সাধক পাট্টে শাহ- এর দরগাহ শরীফ নামে পরিচিত প্রায় ২৫-৩০ বছরের পুরনো ভবনের ছাদটি ধসে পড়ার সময় ভেতরে একজন ইমামসহ ১৫-২০ জন অবস্থান করছিলেন। দরগাহটি ১৬ শতকের নির্মিত মোঘল সম্রাট শাসক হুমায়ুনের সমাধি সংলগ্ন বাগানের একটি অংশে অবিস্থিত।
প্রসঙ্গত, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুনের সমাধি দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এবং ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে পরিচিত। এর নির্মাণ কাজ ১৫৬৫ সালে সম্রাট হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগম (হাজি বেগম নামেও পরিচিত) শুরু করেন এবং এর স্থপতি ছিলেন পারস্যের মীরক মির্জা গিয়াস।
এই সমাধিটি মূলত লাল বেলেপাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি, আর এর স্থাপত্যে পারস্যের ‘চারবাগ’ (চার ভাগে বিভক্ত বাগান) এবং ভারতীয় শিল্পকলার এক চমৎকার সংমিশ্রণ দেখা যায়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে। প্রতিবছর হাজার হাজার পর্যটক সেখানে বেড়াতে যান।