লাশ উদ্ধার। ফাইল ছবি
রাজধানীতে রাস্তার পাশে পড়ে থাকা দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জুরাইন সালাউদ্দিন পেট্রল পাম্প এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
নিথর দেহ দুটির শরীরে প্রাণ আছে কি না- তা জানতে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে যার পরিচয় পাওয়া গেছে তার নাম মনির হোসেন (৩৮)। তিনি পেশায় রিকশাচালক। মনির বরিশালের উজিরপুর উপজেলা যুগরীকান্দি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি। তিনি ভবঘুরে হতে পারেন বলে তাদের ধারণা।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন জানান, ‘খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, স্থানীয়দের কাছে জানতে পারি, নিহত মনির হোসেন পেশায় রিকশাচালক। আমাদের ধারণা, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এসআই ইরফান জানান, অজ্ঞাত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। চেষ্টা চলছে। সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে। লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’