সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বিরল গোলাপি হীরা চুরির ঘটনায় মাত্র আট ঘণ্টার মধ্যে তিন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ‘ফ্যান্সি ইনটেনস’ নামে গোলাপী হীরাটির ওজন ২১ ক্যারেটের, যার মূল্য ২৫ মিলিয়ন কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩০৩ কোটি টাকারও বেশি) বলে জানিয়েছে কতৃপক্ষ।
সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
দুবাই পুলিশ বিবৃতিতে জানিয়েছে, 'পিঙ্ক ডায়মন্ড' চুরির অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যারা সবাই প্রবাসী। তবে গ্রেফতাকৃতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
এতে আরও বলা হয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে এই হীরাটি চুরির পরিকল্পনা করেছিল গ্রেফতারকৃতরা। পরিকল্পনার অংশ হিসেবে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে, সন্দেহভাজনরা একজন ধনী ক্রেতার মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় দিয়ে ইউরোপীয় হীরা ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য, তারা বিলাসবহুল গাড়ি ভাড়া করে, পাঁচ তারকা হোটেলে মিটিং বুক করে, এমনকি একজন তথাকথিত রত্ন বিশেষজ্ঞকেও সঙ্গে করে আনে।
পরবর্তীতে ধনী ক্রেতা হীরাটি কেনার আগ্রহ দেখিয়েছেন জানিয়ে ওই ব্যবসায়ীকে একটি ভাড়া করা ভিলায় নিয়ে যায় এবং তথাকথিত পর্যবেক্ষণের সময় সুযোগ বুঝে হীরাটি চুরি করে পালিয়ে যায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে বিষয়টি টের পেয়ে ৯৯৯- ফোন দিয়ে পুলিশকে খবর দেন ওই হীরা ব্যবসায়ী। চুরির খবর পাওয়ার পরপরই, দুবাই পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
খালিজ টাইমস জানিয়েছে, দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনোলজি বিভাগ উন্নত নজরদারি এবং ট্র্যাকিং প্রযুক্তি নেতৃত্বে ব্যবহার করে দ্রুত সন্দেহভাজনদের শনাক্ত করে এবং তাদের আস্তানায় অভিযান চালায়।
পুলিশ জানায়, হীরা চুরির পর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সন্দেহভাজনরা। তবে পুলিশ একই সঙ্গে সন্দেহভাজনদের পৃথক আস্তানায় অভিযান চালায়। এর মধ্যে এক জনের বাসায় একটি ছোট রেফ্রিজারেটরের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় চুরি যাওয়া হীরাটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা এশিয়ার একটি অজ্ঞাত দেশে হীরাটি পাচার করার পরিকল্পনা করেছিল বলেও জানায় দুবাই পুলিশ।