দীর্ঘদিনে ধরে অভিনয়ে অনিয়মিত একসময়ের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। তবে এর মধ্যে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কটূক্তি করে সমালোচনার জন্ম দিয়েছেন।
কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে সরগরম নেটদুনিয়া। ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ তারকারা। সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় বইছে! এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ছোটপর্দার অভিনেতা আরশ খান লিখেছেন, ‘রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন আপনার নূন্যতম বোধ থাকাটা জরুরী। আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরী। পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি।’
তিনি যোগ করেন, ‘এ ধরনের নোংরা অভিব্যক্তির জন্য পুরো শিল্পগোষ্ঠী ছোট হয়। আমরা কারণে অকারণে ছোট হই। নিজেকে ছোট করার প্রতিযোগীতায় পুরো একটা সমাজকে ছোট করবেন না’
অভিনয় শিল্পী সংঘের কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা হিমে হাফিজ ফেসবুক পোস্টে লিখেন, ‘অভিনেতা নামধারী স্বাধীন খসরু, একজন নারীকে (যিনি বর্তমান সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি) যে কুরুচিপূর্ণ বাক্যবানের মাধ্যমে অসম্মানিত করেছে তা অত্যন্ত গর্হিত ও লজ্জাজনক কাজ। অনতিবিলম্বে এই অশ্লীল অ-অভিনেতা পাঠাটাকে সংগঠন থেকে চিরতরে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণার জোর দাবি জানাচ্ছি, যদি সে সংগঠনের সদস্য হয়।’
অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী (তাকে আর শিল্পী ভাবি না) একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে। এর মধ্য দিয়ে তার বীভৎস চেহারা আর নোংরা মানসিকতাটা প্রকটভাবে প্রকাশিত হলো। স্বাধীন, আপনি আসলে কোন শিল্পী নন, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। আপনাকে ছি...।’
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার স্বাধীন খসরুকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না। যারা এমন করেন তারা বোধসম্পন্ন মানুষই না! অভিনেতা হিসেবে পরিমিতিবোধ থাকা জরুরি। কথায় পরিমিত ও সংযত হন। আপনি আমাদের দেখা স্বাধীন খসরু নন, আপনি অশ্লীল খসরু।’
এদিকে সুরকার প্রিন্স মাহমুদ নাম উল্লেখ না করে স্বাধীন খসরুকে তুলোধুনো করেন। যদিও পরে তিনি সেই পোস্ট মুছে দিয়েছেন।