
নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ফাইল ছবি
ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের আটক করে বাংলাদেশি হিসেবে অভিহিত করা হচ্ছে। অনেককে আবার বাংলাদেশে পুশইন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ‘ইন্ডিয়া’স ইয়ুথ: সোশ্যাল অপরচুনিটিজ দে শুড হ্যাভ’ থিমের ওপর উন্মুক্ত আলোচনায় ৯১ বছর বয়সী অমর্ত্য সেন বলেন, ‘খবরের কাগজে দেখেছি বাংলায় কথা বলায় একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাকে খানিকটা চিন্তায় ফেলে দিয়েছে। সিদ্ধান্ত নিলাম, তাহলে ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হচ্ছে আমি ফরাসি জানি-ই না।’
তিনি বলেন, ‘একটা সম্ভাবনা আছে যে আমাকেও হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কারণ ঢাকায় আমার পূর্বপুরুষের বাড়ি রয়েছে। এটা নিয়ে আমার খুব যে বেশি আপত্তি আছে তাও নয়।’
নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ‘বাংলার (পশ্চিমবঙ্গ) লোকজন বা বাংলাভাষী লোকজন পেশাগতভাবে বাধার মুখে পড়ছেন, অসম্মানিত হচ্ছেন। বাঙালি সংস্কৃতি ও সভ্যতাই সবার সেরা- এমন দাবি করব না, তারপরও আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসে জোর দিতে হবে। বাঙালি সংস্কৃতিকে সম্মান করতে হবে। যদি না হয়, তাহলে প্রতিবাদ জরুরি।’























