০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

‘পাকিস্তানের বিপক্ষে অকার্যকর সূর্য’

  • আপডেট সময়: ০৭:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 75

এশিয়া কাপ শুরু হতে এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। তবে মাঠে বল গড়ানোর আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে ভারত-পাকিস্তান মহারণ। আগামী ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ের মরুভূমিতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু তার আগেই কথার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাজিদ খান—আর তাঁর টার্গেট স্পষ্ট: রোহিত-কোহলিহীন ভারত!

পিটিভি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বাজিদ খান সরাসরি বলেন, ‘এই ভারত দল আগের মতো নয়। রোহিত-কোহলির না থাকা মানে নেতৃত্ব, আগ্রাসন, ও বড় ম্যাচের অভিজ্ঞতার বড় অভাব। এই ঘাটতি তাদের ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।’

বিশ্বমানের ক্রিকেটারে ঠাসা ভারতীয় দলে নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। তবে বাজিদের চোখে, পাকিস্তানের বিপক্ষে একেবারেই অকার্যকর। এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাঁর ভাষায়, সূর্যকুমার প্রায় সব দলের বিপক্ষেই রান পায়, কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে বারবার ব্যর্থ। পেস আক্রমণের মুখে তিনি কখনোই দাঁড়াতে পারেননি। ভারতীয় ভক্তদের জন্য এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়।

এতেই থামেননি বাজিদ। ভারতের আরও এক ‘অদৃশ্য ক্ষতির’ কথা টেনে আনেন তিনি—রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি। অক্ষর প্যাটেল থাকলেও, জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স ও ফিল্ডিং দক্ষতা যে ভারতীয় দলের ভারসাম্য রক্ষার মেরুদণ্ড ছিল, তা স্পষ্ট করে দেন বাজিদ। ‘জাদেজা শুধু একজন অলরাউন্ডার নন, তিনি ছিলেন দলের চুপচাপ লড়াই করা যোদ্ধা। তাঁর অভাব কোনোভাবেই পূরণীয় নয়,’—জোর দিয়ে বলেন তিনি।

সব মিলিয়ে বাজিদের বিশ্লেষণ, ভারতের সবচেয়ে বড় লড়াই হবে ‘দলের সঠিক সমন্বয় খুঁজে বের করা’ এবং চাপের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা। কারণ, নামের ঝলক থাকলেও অভিজ্ঞতার ঘাটতি অনেক কিছুই বদলে দিতে পারে।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

‘পাকিস্তানের বিপক্ষে অকার্যকর সূর্য’

আপডেট সময়: ০৭:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

এশিয়া কাপ শুরু হতে এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। তবে মাঠে বল গড়ানোর আগেই উত্তাপ ছড়াতে শুরু করেছে ভারত-পাকিস্তান মহারণ। আগামী ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ের মরুভূমিতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু তার আগেই কথার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাজিদ খান—আর তাঁর টার্গেট স্পষ্ট: রোহিত-কোহলিহীন ভারত!

পিটিভি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বাজিদ খান সরাসরি বলেন, ‘এই ভারত দল আগের মতো নয়। রোহিত-কোহলির না থাকা মানে নেতৃত্ব, আগ্রাসন, ও বড় ম্যাচের অভিজ্ঞতার বড় অভাব। এই ঘাটতি তাদের ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।’

বিশ্বমানের ক্রিকেটারে ঠাসা ভারতীয় দলে নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। তবে বাজিদের চোখে, পাকিস্তানের বিপক্ষে একেবারেই অকার্যকর। এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাঁর ভাষায়, সূর্যকুমার প্রায় সব দলের বিপক্ষেই রান পায়, কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে বারবার ব্যর্থ। পেস আক্রমণের মুখে তিনি কখনোই দাঁড়াতে পারেননি। ভারতীয় ভক্তদের জন্য এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়।

এতেই থামেননি বাজিদ। ভারতের আরও এক ‘অদৃশ্য ক্ষতির’ কথা টেনে আনেন তিনি—রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি। অক্ষর প্যাটেল থাকলেও, জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স ও ফিল্ডিং দক্ষতা যে ভারতীয় দলের ভারসাম্য রক্ষার মেরুদণ্ড ছিল, তা স্পষ্ট করে দেন বাজিদ। ‘জাদেজা শুধু একজন অলরাউন্ডার নন, তিনি ছিলেন দলের চুপচাপ লড়াই করা যোদ্ধা। তাঁর অভাব কোনোভাবেই পূরণীয় নয়,’—জোর দিয়ে বলেন তিনি।

সব মিলিয়ে বাজিদের বিশ্লেষণ, ভারতের সবচেয়ে বড় লড়াই হবে ‘দলের সঠিক সমন্বয় খুঁজে বের করা’ এবং চাপের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা। কারণ, নামের ঝলক থাকলেও অভিজ্ঞতার ঘাটতি অনেক কিছুই বদলে দিতে পারে।