০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

শ্রীদেবীর সম্পত্তি বেদখল, যে পদক্ষেপ নিচ্ছেন অভিনেত্রীর স্বামী

  • আপডেট সময়: ০৮:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 81

১৯৯৬ সালে গাঁটছড়া বাঁধেন বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী ও অভিনেতা বনি কাপুর। বিয়ের একবছর পর ঘর আলো করে জন্ম নেন জাহ্নবী কাপুর। ২০০০ সালে শ্রীদেবী-বনি দম্পতির ঘরে জন্ম নেন খুশি কাপুর।

শ্রীদেবীর জন্ম ভারতীয় উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত তামিলনাড়ুতে। সিনেমাতে কাজের সুবাদে চেন্নাইয় বসবাস করতে তিনি। নিজের উপর্জিত অর্থে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে একটি বাড়িও কিনেছিলেন। সেখানেই বেড়ে উঠেছেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি। এবার সেই বাড়িটি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ! বাড়িটির মালিকানা রক্ষা করতে মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেছেন বনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাংলো বাড়িটি কিনেছিলেন শ্রীদেবী। ওই ব্যক্তির তিন ছেলে ও দুই মেয়ে। তাঁদের পরিবারের সম্মিলিত আইনি সম্মতিতেই বাংলোটি কেনেন বলে দাবি প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর পরিবারের।

বাংলো বাড়িটি কেনের প্রায় সাড়ে তিন দশক পর অভিনেত্রীর এই সম্পত্তির তিনজন দাবিদার প্রকাশ্যে এসেছেন। একজন নারী, যিনি বাড়ির তৎকালীন মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। বাকি দুইজন দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র।

এই ঘটনার জেরে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বনি কপুর। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘যখন শ্রীদেবী বাড়িটি কেনেন সেই সময় ওই মালিকের দ্বিতীয় স্ত্রী জীবিত ছিলেন। যিনি মারা যান ১৯৯৯ সালে। তবে বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর বিয়ে আইনগত স্বীকৃতি  ছিল না।’  আপাতত আদালতে বিচারাধীন এই মামলা।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

শ্রীদেবীর সম্পত্তি বেদখল, যে পদক্ষেপ নিচ্ছেন অভিনেত্রীর স্বামী

আপডেট সময়: ০৮:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

১৯৯৬ সালে গাঁটছড়া বাঁধেন বলিউডের প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী ও অভিনেতা বনি কাপুর। বিয়ের একবছর পর ঘর আলো করে জন্ম নেন জাহ্নবী কাপুর। ২০০০ সালে শ্রীদেবী-বনি দম্পতির ঘরে জন্ম নেন খুশি কাপুর।

শ্রীদেবীর জন্ম ভারতীয় উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত তামিলনাড়ুতে। সিনেমাতে কাজের সুবাদে চেন্নাইয় বসবাস করতে তিনি। নিজের উপর্জিত অর্থে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে একটি বাড়িও কিনেছিলেন। সেখানেই বেড়ে উঠেছেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি। এবার সেই বাড়িটি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ! বাড়িটির মালিকানা রক্ষা করতে মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেছেন বনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাংলো বাড়িটি কিনেছিলেন শ্রীদেবী। ওই ব্যক্তির তিন ছেলে ও দুই মেয়ে। তাঁদের পরিবারের সম্মিলিত আইনি সম্মতিতেই বাংলোটি কেনেন বলে দাবি প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর পরিবারের।

বাংলো বাড়িটি কেনের প্রায় সাড়ে তিন দশক পর অভিনেত্রীর এই সম্পত্তির তিনজন দাবিদার প্রকাশ্যে এসেছেন। একজন নারী, যিনি বাড়ির তৎকালীন মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। বাকি দুইজন দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র।

এই ঘটনার জেরে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বনি কপুর। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘যখন শ্রীদেবী বাড়িটি কেনেন সেই সময় ওই মালিকের দ্বিতীয় স্ত্রী জীবিত ছিলেন। যিনি মারা যান ১৯৯৯ সালে। তবে বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর বিয়ে আইনগত স্বীকৃতি  ছিল না।’  আপাতত আদালতে বিচারাধীন এই মামলা।