
ইরফান সাজ্জাদ
দেশের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনয়ের পাশাপাশি খেলাধুলাতেও সিদ্ধহস্ত। তার প্রমাণ পাওয়া যায় তারকাদের ক্রিকেট লিগে। এছাড়া দেশের ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ভাগ করে নিতে দেখা যায়।

সম্প্রতি ঢাকা মেইলের সঙ্গে দেশের ক্রিকেটের নানা বিষয়ে কথা হয় অভিনেতার। এ সময় ক্রিকেট উদ্বেগ প্রকাশ করেন ইরফান। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে দেশের ক্রিকেট শেষের দিকে। ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি নতুন করে কিছু না করেন, তাহলে কয়েক বছরের মধ্যে আমাদের দেশ থেকে ক্রিকেট গায়েব হয়ে যাবে।’
উদ্বেগ প্রকাশের কারণ উল্লেখ করে এ তারকা বলেন, ‘পাইপ লাইনে যদি ভালো ক্রিকেটার না পান তাহলে ক্রিকেট বাঁচবে না। উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের যে পাঁচজন সিনিয়র ক্রিকেটার ছিলেন। তাঁদের যখন বয়স হয়ে যাচ্ছিল তখন তো মেনেজমেন্ট জানত, একটা সময় এরা থাকবে না। তাঁদের বিকল্প কে? ক্রিকেট ম্যানেজমেন্ট তাঁদের বিকল্প তৈরি করতে পারেনি।’

ক্রিকেট রাজধানী ঢাকা কেন্দ্রীক হয়ে যাওয়ায় নতুন ক্রিকেটার তৈরি হচ্ছে না বলে জানিয়েছে তিনি। অভিনেতার কথায়, ‘নতুন ক্রিকেটার তৈরি করতে না পারার কারণ- আমাদের ক্রিকেটটা ঢাকা কেন্দ্রীক। ঢাকাকে কেন্দ্র করে দেশের ক্রিকেট গড়ে তোলা সম্ভাব না। বিশ্বের বড় বড় প্রদেশের দলগুলো আমাদের দেশের ‘এ’ দলের থেকে অনেক শক্তিশালী। ঢাকার পরে সবচেয়ে বড় শহর চট্টগ্রাম। ওখানকার ক্রিকেট একবারে ধ্বংস। সেখানে থেকে তামিম ইকবালের পরে একজন ক্রিকেট উঠে আসল না। কারণ, ওখানে ক্রিকেট বলতে কিছুই নেই। ওখানে ক্রিকেটের যে মান সাত দিন অনুশীলন করে আপনিও ভালো ক্রিকেট খেলতে পারবেন। মানে ক্রিকেটের মান এতোই বাজে।’
ইরফান মনে করেন প্রত্যেকটা জেলায় স্টেডিয়াম, অনুশীলনীর জন্য মাঠ তৈরি এবং ক্রিকেটারদের যথাযত সুযোগ সুবিধা দেওয়া জরুরি। সবশেষে তিনি বলেন, ‘পাইন লাইনে ক্রিকেটার তৈরি করতে না পারলে আগামী পাঁচ বছরের মধ্যে ক্রিকেট নাই হয়ে যাবে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজক হবে। ক্রিকেট তো আমাদের অনেক বড় একটা শাক্তি।’























