০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ১১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 65

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকা এ ঘটনা ঘটে।

নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধূ। পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে তারা। কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। পাড়াপ্রতিবেশী এসে হত্যাকাণ্ড দেখে খবর দেয় হয় থানা পুলিশকে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

কয়েকজন প্রতিবেশী জানায়, পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারতে অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোন সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনই শনাক্তও হয়নি।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ১১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকা এ ঘটনা ঘটে।

নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধূ। পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে তারা। কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। পাড়াপ্রতিবেশী এসে হত্যাকাণ্ড দেখে খবর দেয় হয় থানা পুলিশকে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

কয়েকজন প্রতিবেশী জানায়, পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারতে অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোন সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনই শনাক্তও হয়নি।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।