ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ড্রোন রবিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানবন্দরে পড়ায় এক ব্যক্তি আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এ তথ্য জানিয়েছে।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, প্যারামেডিকরা ৬৩ বছর বয়সী এক পুরুষকে চিকিৎসা দিচ্ছেন। তিনি হালকা আহত হয়েছেন এবং সম্পূর্ণ সচেতন আছেন।
তিনি ধাতব টুকরার আঘাতে আহত হয়েছেন।
ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ড্রোনটি বিমানবন্দরের ‘আগমন হলে আঘাত’ হেনেছে এবং রামন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।
এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার কয়েক মিনিটের ব্যবধানে ইয়েমেন থেকে চারটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। আগের বিবৃতিতে তারা জানিয়েছিল, তিনটি মনুষ্যবিহীন ড্রোন (ইউএভি) ইয়েমেন থেকে আসার পথে ধ্বংস করা হয়েছে, যার মধ্যে দুটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।
তৃতীয়টির কী হয়েছে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
পরে সেনাবাহিনী নিশ্চিত করে, আরো একটি ইউএভি ‘রামন বিমানবন্দর এলাকার মধ্যে পড়েছে’। এ ঘটনায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি এবং ঘটনা এখনো পর্যালোচনার অধীনে আছে বলেও জানিয়েছে তারা।
আরো পড়ুন
গাজা সিটিতে হামলা আরো জোরদার হচ্ছে: নেতানিয়াহু
https://www.kalerkantho.com/online/world/2025/09/07/1574135
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গত মাসে ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রধানমন্ত্রী নিহত হওয়ার প্রতিশোধ নেবেন বলে ঘোষণা করার পর এই হামলা হলো।
অবশ্য হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ এক্সে পোস্ট করেছেন, ‘বাস্তব প্রতিশোধ এখনো শুরু হয়নি… যা তোমাদের জন্য অপেক্ষা করছে তা অনেক ভয়ংকর।’
ইসরায়েল দুই সপ্তাহ আগে ইরান সমর্থিত হুতি সরকারের প্রধানসহ ১১ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিমান হামলায় হত্যা করেছিল। রবিবারের এই হামলা হলো হুতির পক্ষ থেকে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে প্রথম আঘাত। এর আগে গত মে মাসে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে আঘাত করেছিল।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ঘোষণা করে হুতি।
তার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। এর জবাব হিসেবে ইয়েমেনে একাধিক পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও হুতির দখলে থাকা সানার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয়েছে।