অনলাইন ডেস্ক: ভৈরব-ময়মনসিংহ রেলপথে দীর্ঘ কয়েক বছর ধরে বেশ কয়েকটি ট্রেন চলাচল ও ষ্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে । ফলে এ পথে যাত্রী ও মালামাল বহনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে যাতায়াতকারীদের । যাত্রীদের দাবী, বন্ধ ট্রেন ও ষ্টেশন চালু করে দূর্ভোগ থেকে রক্ষা করতে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
এদিকে রেল কর্তৃপক্ষ বলছে বন্ধ ষ্টেশন ও ট্রেন গুলো পুনরায় চালু করতে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে ।
ভৈরব-ময়মনসিংহ ১শ ৩২ কি.মি. রেলপথে দীর্ঘদিন ধরে কালিকাপ্রসাদ,ছয়সূতি, হালিমপুর মকসুদ,যশোদলপুর,নীলগঞ্জ,ঈশ্বরগঞ্জ, সোহাগী,বিসকা ও বোকাই নগরসহ ৯ টি ষ্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে । এর ফলে ষ্টেশনের যাত্রী ছাউনি,বিশ্রামাগারসহ বিভিন্ন স্থাপনা জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে ।
পাশাপাশি করোনার পর থেকে ২ জোড়া মেইল ট্রেনের মধ্যে ১ জোড়া সচল রয়েছে এছাড়া ও ২ জোড়া লোকাল ট্রেন পুরোপুরি চলাচল বন্ধ রয়েছে । এর ফলে ভৈরব থেকে ময়মনসিংহ গামী শত শত যাত্রীদের চলাচলে ও মালামাল পরিবহনে মারাত্নক দূর্ভোগে পোহাতে হচ্ছে । এতে করে সরকার ও বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে । যাত্রীদের দাবী সরকার আরাম দায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদের নিরাপদে চলাচল ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে দ্রুত ষ্টেশনের কার্যক্রম ও বন্ধ হওয়া ট্রেন পুনরায় চালু করে দূর্ভোগ লাঘব করবে ।
Rajdhani TV
এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়নের সাবেক মেম্বার গোলাপ মিয়া জানান, আগে কালিকাপ্রসাদ ষ্টেশন থেকে আমরা ট্রেনে দেশোর বিভিন্ন স্থানে কম খরচে মালামাল বুকিং করে পাঠাতে পারতাম এবং যাত্রীরা ও সহজে যাতায়াত করতে পারতো । কিন্ত করোনার পর থেকে এ ষ্টেশনে কোন ট্রেন থামেনা এবং ষ্টেশনটি ও বন্ধ রয়েছে । এর টিনের চালা ও যাত্রী ছাউনিসহ বিশ্রামাগার নষ্ট হয়ে গেছে । ফলে এ ষ্টেশন থেকে আমরা যাতায়াত করতে পারি না ।
এবিষয়ে খোরশিদ মিয়াসহ অনেকে জানান, ভৈরব-ময়মনসিংহ রেলপথে অনেকগুলো ট্রেন চলাচল বন্ধ রয়েছে ন। ফলে আমরা মালামাল পরিবহন সহ যাতায়াত করতে পারছি না । তাই সরকার যেন দ্রুত বন্ধ হয়ে যাওয়া ট্রেন ও ষ্টেশন গলো পুনরায় চালু করে ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশন মাষ্টার ইউসুফ জানান, ভৈরব - ময়মনসিংহ রেল পথে দীর্ঘদিন ধরে৯ টি ষ্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া ২ জোড়া মেইল ট্রেনের মধ্যে ১ জোড়া সচল রয়েছে এবং ২ জোড়া লোকাল ট্রেন পুরোপুরি চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বন্ধ হয়ে যাওয়া ষ্টেশন ও ট্রেনগুলো গুলো চালুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । আশা করছেন কর্তৃপক্ষ দ্রুত ট্রেন ও ষ্টেশন চালু করবে এবং যাত্রীদের দূর্ভোগ লাঘব হবে । ভোরের ডাক