
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ ধস (সিংকহোল) দেখা দিয়েছে। এতে ৫০ মিটার বা ১৬০ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি তবে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সামসেন রোডে ভাজিরা হাসপাতালের সামনের রেলস্টেশনের কাছে প্রায় ১০০ ফুট প্রস্থের গর্তটি তৈরি হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় পুলিশের স্টেশন এবং ভাজিরা হাসপাতালের সামনে একটি আবাসিক এলাকায় এই গর্ত তৈরি হয়েছে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং ভেঙে যাওয়া পাইপ থেকে পানি বের হচ্ছে। পুলিশ ও শহরের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
দুসিত জেলা অফিস জানিয়েছে, নিরাপত্তার কারণে ভাজিরা এবং সাংঘি চৌরাস্তার মধ্যে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
Bangkok Sinkhole#BANGKOK pic.twitter.com/8vXe9Qfyh5
— Au (@Cam_gold_) September 24, 2025
ঘটনাস্থল পরিদর্শনের পর থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, গর্তের কারণে টানেল ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।
তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যায় তার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এদিকে ধসে যাওয়া রাস্তাটি সরকারি মাস র্যাপিড ট্রানজিট অথরিটির একটি আন্ডারগ্রাউন্ড প্রকল্পের অংশ। এই ঘটনায় কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে বিশাল এই গর্তের কারণে পাঁচতলা বিশিষ্ট সামসেন পুলিশ স্টেশনও ঝুঁকিতে পড়েছে। এখন এটির নিরাপত্তাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। গর্তের কারণে থানার ভূগর্ভস্থ কয়েকটি ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়র সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গর্তের আশপাশের এলাকার মাটি এখনো নড়ছে । ফলে সেখানকার পরিস্থিতি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকির কথা চিন্তা করে ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৩ হাজার ৫০০ রোগীকে আশপাশের ভবনগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও হাসপাতালটির কাঠামো এ গর্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।
মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটির (এমইএ) কর্মকর্তারা জানিয়েছেন, গর্তের মধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি এবং পুলিশের একটি গাড়ি পড়ে গেছে।
ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সময়ে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া টানেলের মধ্যে যেসব গর্ত তৈরি হয়েছে সেগুলো সারাতে নির্দেশ দেওয়া হয়েছে। যেন অন্য আর কোনো ভবন ক্ষতিগ্রস্ত না হয়।
সূত্র: ব্যাংকক পোস্ট, এএফপি























