০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ইসরায়েলি অভিযানে দুই জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে: হামাস

  • আপডেট সময়: ১২:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 34

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা সিটি


গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক স্থল অভিযানের মধ্যে দুই জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাস।

এ পরিস্থিতিতে দুই বন্দির জীবন সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের উদ্ধারে শহরের একটি নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে গোষ্ঠটি।

রোববার এক বিবৃতি হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, ‘গত ৪৮ ঘণ্টা ধরে সাবরা ও তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলের নৃশংস সামরিক অভিযানেরর মধ্যে দুই জিম্মি ওমরি মিরান ও মাতান আংরেস্টকে হেফাজতে রাখা যোদ্ধাদের সঙ্গে কেন্দ্রীয় কমান্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘দুই বন্দির জীবন সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে দখলদার বাহিনীকে অবিলম্বে ৮ নম্বর রোডের দক্ষিণে সরে যেতে হবে এবং আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আকাশ পথে অভিযান বন্ধ করতে হবে, যাতে দুই বন্দিকে উদ্ধার চেষ্টা চালানো যায়।’

টাইমস অব ইসরায়েল বলছে, বিবৃতিতে প্রথমবারের মতো জিম্মিদের স্পষ্ট অবস্থান সম্পর্কে ইঙ্গিত দিয়েছে হামাস। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষ বাহিনী (আইডিএফ)

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। কয়েক দফায় শতাধিক জিম্মিকে মুক্তি দিলেও বর্তমানে গাজায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে ৪৮ জন জিম্মি রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অন্তত ২০ জন জীবিত রয়েছেন বলে ধারণা করছে ইসরায়েল।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়ল

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ভ্যাঙ্কি আংটি: ঐশ্বরিয়ার হাতের এই আংটি কখনও খোলেন না, জানেন এর পেছনের গল্প?

ইসরায়েলি অভিযানে দুই জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে: হামাস

আপডেট সময়: ১২:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা সিটি


গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক স্থল অভিযানের মধ্যে দুই জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাস।

এ পরিস্থিতিতে দুই বন্দির জীবন সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের উদ্ধারে শহরের একটি নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে গোষ্ঠটি।

রোববার এক বিবৃতি হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, ‘গত ৪৮ ঘণ্টা ধরে সাবরা ও তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলের নৃশংস সামরিক অভিযানেরর মধ্যে দুই জিম্মি ওমরি মিরান ও মাতান আংরেস্টকে হেফাজতে রাখা যোদ্ধাদের সঙ্গে কেন্দ্রীয় কমান্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘দুই বন্দির জীবন সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে দখলদার বাহিনীকে অবিলম্বে ৮ নম্বর রোডের দক্ষিণে সরে যেতে হবে এবং আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আকাশ পথে অভিযান বন্ধ করতে হবে, যাতে দুই বন্দিকে উদ্ধার চেষ্টা চালানো যায়।’

টাইমস অব ইসরায়েল বলছে, বিবৃতিতে প্রথমবারের মতো জিম্মিদের স্পষ্ট অবস্থান সম্পর্কে ইঙ্গিত দিয়েছে হামাস। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষ বাহিনী (আইডিএফ)

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। কয়েক দফায় শতাধিক জিম্মিকে মুক্তি দিলেও বর্তমানে গাজায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে ৪৮ জন জিম্মি রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অন্তত ২০ জন জীবিত রয়েছেন বলে ধারণা করছে ইসরায়েল।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়ল