প্রফেসর ইমেরিটাস, শিক্ষাবিদ, সুসাহিত্যিক ও সাহিত্য সমালোচক ড. সৈয়দ মন্ঞুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে অস্ত্রোপচার ও রিং পরানো হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
শুক্রবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, স্যারের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপর অস্ত্রোপচার করে দুইটা রিং পরানো হয়েছে। বর্তমানে তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।