
বাংলাদেশ ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত। ছবি: সংগৃহীত
বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই সম্মানজনক পদে নির্বাচিত হয় বাংলাদেশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন– ব্রেকিং নিউজ! ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাপানকে ৩০-২৭ ভোটে হারিয়ে এ সম্মান অর্জন করেছে বাংলাদেশ।
তার স্ট্যাটাস অনুযায়ী, এই নির্বাচনে প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রার্থী ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন শুরু হবে আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
ইউনেসকোর সভাপতিত্বের দায়িত্ব পাওয়া কোনো দেশের জন্য আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ অর্জন। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেস্কোর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ছবি: সংগৃহীত
ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি সংস্থাটির সাধারণ পরিষদের আসন্ন ৪৩তম সভায় রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন এবং আগামী দুই বছর মেয়াদে এই শীর্ষ পদ অলংকৃত করবেন।
রাষ্ট্রদূত তালহা বাংলাদেশ ফরেন সার্ভিসের একজন সিনিয়র পেশাদার কূটনীতিক, যার তিন দশকেরও বেশি কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৯৫ সালে ১৫তম ব্যাচের সদস্য হিসেবে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর রাষ্ট্রদূত তালহা নিউইয়র্ক, তেহরান, জেনেভা ও লন্ডনে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন। সদর দফতরে অবস্থানকালীন তিনি রাষ্ট্রাচার প্রধান এবং মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে গত ২০২১ সালে ফ্রান্স, মোনাকো, আইভরি কোস্টে রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছিল।



























