ছবি: সংগৃহীত
কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন প্রকাশ্যে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন।
ফক্স নিউজ ডিজিটাল-এর হাতে পাওয়া ছবিতে দেখা গেছে, নতুন এই জুটি গত সপ্তাহে সান্তা বারবারার উপকূলে পেরির ইয়ট ‘কারাভেল’-এ সময় কাটাচ্ছেন এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।
একটি ছবিতে দেখা যায়, ট্রুডো ‘ডার্ক হর্স’ গায়িকা পেরির গালে চুমু দিচ্ছেন এবং তাকে আলতো করে জড়িয়ে ধরেছেন। আরেকটি ফ্রেমে দেখা যায়, গাঢ় রঙের সাঁতারের পোশাক পরা পেরি ট্রুডোর পাশে ঘনিষ্ঠভাবে বসে আছেন, আর ৫৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী তার কোমরে হাত রেখেছেন।
কেটি পেরির পক্ষ থেকে ফক্স নিউজ ডিজিটালের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
নতুন এই জুটিকে প্রথম দেখা যায় গত জুলাইয়ে। সে সময় তারা মন্ট্রিয়লের রেস্টুরেন্ট ‘লে ভিওলন’-এ একসঙ্গে ডিনার করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, তারা ককটেল পান করেন এবং লবস্টারসহ কয়েকটি পদ ভাগাভাগি করে খান।
ডিনারের সময় তাদের পাশে নিরাপত্তারক্ষীরা নজরদারি করছিলেন বলেও জানা গেছে। খাবার শেষে তারা রান্নাঘরে গিয়ে রেস্টুরেন্টের কর্মীদের ধন্যবাদ জানান।
কয়েক দিন পর, ট্রুডো যান কেটি পেরির ‘টিনেজ ড্রিম’ কনসার্টে, যা কানাডার মন্ট্রিয়ল বেল সেন্টারে অনুষ্ঠিত হয় এবং সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, ১৬ বছর বয়সী মেয়ে এলা-গ্রেসকে সঙ্গে নিয়ে ট্রুডো আনন্দে উজ্জ্বল মুখে পেরির গান উপভোগ করছেন। এক ভিডিওতে দেখা যায়, তিনি পেরির ২০১৩ সালের হিট গান ‘ডার্ক হর্স’-এর সঙ্গে গলা মেলাচ্ছেন।
এক ভক্ত এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘অনেক দিন পর তাকে এত খুশি দেখলাম।’
আরেকজন লিখেছেন, ‘দিনে বিশ্বনেতা, রাতে টিনেজ ড্রিমার।’
নতুন সম্পর্কের খবর আসে পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সাম্প্রতিক বিচ্ছেদের পর। তাদের চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে, নাম ডেইজি ডাভ।

দীর্ঘ এক দশক একসঙ্গে থাকার পর জুলাইয়ে পেরি ও ব্লুম এক যৌথ বিবৃতিতে তাদের বাগদান ভাঙার বিষয়টি নিশ্চিত করেন।
তাদের প্রতিনিধির বরাত দিয়ে পিপল ম্যাগাজিন জানায়, ‘সম্প্রতি অরল্যান্ডো ব্লুম ও কেটি পেরিকে নিয়ে যে আলোচনা চলছে, তাতে আমরা নিশ্চিত করছি- তারা গত কয়েক মাস ধরে সম্পর্ককে পুনর্গঠন করছেন, যাতে মেয়েকে একসঙ্গে লালনপালন করতে পারেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তাদের অগ্রাধিকার সবসময়ই এক- মেয়েকে ভালোবাসা, স্থিতি ও পারস্পরিক শ্রদ্ধায় বড় করে তোলা। তাই পরিবার হিসেবে তাদের একসঙ্গে দেখা যেতেই পারে।’