সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উদযাপন করছেন কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা। ১৯৬৫ সালে উর্দু ছবি ‘জুগনু’তে গান করার মধ্য দিয়ে সংগীত জগতে যাত্রা শুরু তার। এরপর থেকে দশ হাজারের বেশি গান করেছেন।
প্লেব্যাক করেছেন বাংলা, হিন্দি ও উর্দু ছবিতে। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অসাধারণ গায়কীর কারণে খ্যাতি ছড়িয়েছে উপমহাদেশজুড়ে। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাতবার। দেশ বিদেশে আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন।
৬০ বছর পূর্তি কেন্দ্র করে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিনি। বলেছেন বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা ঘটনা ও অভিজ্ঞতা। দেশের শিল্পীদের পাশাপাশি ভারত, পাকিস্তানের অনেক খ্যাতিমান শিল্পী, সুরকারদের সঙ্গে কাজ করেছেন তিনি। তার মধ্যে কয়েকজন রুনা লায়লা সম্পর্কে বলেছেন, যা অনুষ্ঠানে দেখানো হবে। এছাড়া তার বন্ধু, স্বজনদের কথাও শোনা যাবে এ অনুষ্ঠানে।
জানা যাবে রুনা লায়লার প্রিয় গান ও শিল্পীদের কথা। দেখা যাবে তার ব্যক্তিগত অ্যালবামের দুর্লভ অনেক ছবি। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। আগামীকাল শুক্রবার রাত ৯ টায় প্রচার হবে অনুষ্ঠানটি।