
শকুন্তলা নামে এক তরুণীর রহস্যজনক খুনের ঘটনায় শুভ সরকারকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এটি বাস্তব নয়—গল্পের অংশ হিসেবেই এমন নাটকীয় ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নাট্যনির্মাতা যারযিস আহমেদের পরিচালনায় শুরু হয়েছে নতুন একক নাটক ‘যে রাতে জোনাকির আলো নিভেছিল’-এর শুটিং।
নাটকের একটি অংশে দেখা যায়, শকুন্তলা ও সুকুমারের (অভিনয়ে শুভ সরকার) মধ্যে গড়ে ওঠে এক আন্তরিক সম্পর্ক। কিছুদিন পর শকুন্তলার মৃত্যু ঘটলে সন্দেহের তীর যায় সুকুমারের দিকে। গল্পে প্রেম, রসিকতা, আবেগ ও রহস্য—সবকিছু মিলিয়ে এক চমৎকার মিশ্র আবহ তৈরি করেছে এই নাটক।
অভিনেতা শুভ সরকার বলেন, এটা খুবই ভালো একটি গল্প। প্রেম, বিনোদন, আবেগ—সবই আছে। আমার বাবার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মুকুল সিরাজ ভাই। নাটকের শুটিং চলছে নড়াইলের বিভিন্ন লোকেশনে।
নাটকের নির্মাতা যারযিস জানান, দর্শকরা এই নাটকে এক ভিন্নধর্মী গল্প ও চরিত্রের স্বাদ পাবেন। খুব শিগগিরই নাটকটি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
শুভ সরকার অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা করছেন—একটি জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনাও করেন এবং এ জন্য বেশ প্রশংসিত। নাটকের শুটিংয়ে অভিনয়ের অংশ হিসেবে গ্রেপ্তার হয়ে শুভ সরকার বন্ধু, আত্মীয়স্বজন ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গ্রেফতারের ছবিটি ভাইরাল হয়েছে।
মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘জামিন শুনানি করবেন’, আবার কেউ লিখেছেন, ‘রিমান্ডে আনা হোক’। হাস্যরসের ছলে জান্নাতুল বিশ্বাস নামে একজন লিখেছেন, ‘ছেলেটাকে খুব ভালো মনে করতাম।’ শাহিনুল হক শাওন নামে একজন লিখেছেন, ‘আসামির চেহারা দেখে তো মনে হয় না, তার দ্বারা মানুষ খুন করা সম্ভব।’























