পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বিদেশী পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১১ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন হাঙ্গেরি এবং দুইজন জার্মান নাগারিক।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, ভারত মহাসাগর উপকূলের কাছে ছোট শহর কোয়ালেতে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (০৫টা ৩০ মিনিট) দুর্ঘটনাটি ঘটে। মোম্বাসা এয়ার সাফারি কোম্পানির বিমানটি উপকূলের দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বোর দিকে যাত্রা করছিল।
মোম্বাসা এয়ার সাফারি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন, এরমধ্যে আটজন হাঙ্গেরিয়ান এবং দুইজন জার্মান নাগরিক। আর পাইলট কেনিয়ার নাগরিক। দুঃখের বিষয়, তারা কেউ বেঁচে নেই।’
আঞ্চলিক পুলিশের এক কমান্ডারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম সিটিজেন টিভি স্টেশন জানিয়েছে, বিমানে থাকা ব্যক্তিদের মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের চেনাও সম্ভব হয়নি।
এদিকে কী করণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো যায় (কেসিএএ) বলেছে, ‘‘ছোট ওই বিমানে ১২ জন আরোহী ছিলেন।’’
কেসিএএ-এর বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য বিবৃতিতে জানানো হয়নি।