
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। আজ শেষ ম্যাচে মাঠে নামছে দুই দল। লাল-সবুজের দলের সামনে এই ম্যাচ ধবলধোলাই এড়ানোর সুযোগ। সে লক্ষ্য নিয়েই খেলবেন লিটন দাসরা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক।
সিরিজের প্রথম দুই ম্যাচেই টসে হেরেছিলেন লিটন দাস, বাংলাদেশও ব্যাট করেছে পরে। রান তাড়ায় আগের দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। আজ তানজিদ তামিম-সাইফ হাসানদের সামনে লক্ষ্য বড় সংগ্রহ গড়ার।
ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে চার পরিবর্তন নিয়ে। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করেননি তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। এ দুজন আজ নেই একাদশে। তাদের বদলে খেলবেন নুরুল হাসান, মেহেদী হাসান। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসানও নেই আজ। খেলবেন শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন।
বাংলাদেশ একাদশঃ
লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।


























